চাঁদপুরে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার শীর্ষক সেমিনার ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ৭ জানুয়ারি রোববার (৭ জানুয়ারি) সকালে গণি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মইনুল হাসান।
জেলা শিক্ষা অফিসার ইউনুছ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রকৌশলী মো. ইনজামাম উল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের পদার্থ বিদ্যা বিভাগের প্রধান ওমেন চন্দ্র, সহকারী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী।
জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মাসুদুল হাসান ভুইয়ার পরিচালনায় এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ৮:১৩ পিএম, ৭ জানুয়ারি ২০১৮, রোববার
ডিএইচ