Home / চাঁদপুর / চাঁদপুরে নিসচার সংবাদ সম্মেলন
চাঁদপুরে নিসচার, চাঁদপুর

চাঁদপুরে নিসচার সংবাদ সম্মেলন

জনগণের প্রত্যাশিত সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়ন চাই- এই দাবীতে সংবাদ সম্মেলন করেছে নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখা। ১ নভেম্বর রোববার বেলা ১১টায় সারা দেশের ন্যায় এক যোগে চাঁদপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনু্ষ্ঠিত হয়।

চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলনেরর সভাপ্রতিত্বে ও নিসচা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেফ মহিউদ্দিন রাসেলের পরিচালনায় সংগঠনের কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রেরিত লিখত বক্তব্য পাঠ করেন চাঁদপুর জেলা শাখার সভাপতি সাংসবাদিক এমএ লতিফ।

সাংবাদিকদের মধ্যে বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাবনা জানিয়ে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম আহসান উল্লাহ, সহ-সভাপতি সোহেল রুশদী, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি একে আজাদ, দৈনিক চাঁদপুর প্রতিদিনের প্রধান প্রতিবেদক আশিক বিন রহিম প্রমুখ।

লিখিত বক্তব্যে নিসচার পক্ষ থেকে জানানো হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পরও ২০১৯ সালের ১ নভেম্বর প্রয়োগের দিন থেকেই ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ আইনটি এখনও বাস্তবায়িত হয়নি। আইনটির যথাযথ প্রয়োগে বাঁধা কোথায়? এই প্রশ্ন এখন সকল মহলের। একথা বলতে দ্বিধা নেই, সরকার নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ প্রয়োগে যখনই উদ্যোগ নেয়, তখনই পরিবহন সেক্টরের সেই চক্রটি বাঁধা সৃষ্টি করে। তারা এই আইন যাতে বাস্তবায়ন না হয়, এজন্যে বিভিন্ন দাবি-দাোয়া তোলা, গণপরিবহন বন্ধ করে দেয়াসহ বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে।

পরিবহন শ্রমিকদের ব্যবহার করে ওই চক্রটি ফয়দা লুটে নিচ্ছে। অথচ শ্রমিকদের জীবনের সুরক্ষায় তারা কিছুই করছে না। আমরা মনে করি, যদি চালক, যাত্রী এবং পথচারী সবাই যদি সড়কে আইন মেনে চলে তাহলে দুর্ঘটনা ঘটবে না। একজনের জন্যে আন্যজন ক্ষতিগ্রস্ত হবে না। সড়কে যদি শৃঙ্খলা ফিরে না আসে তাহলে কোনো অবস্থাতেই সড়ক নিরাপদ হবে না।

প্রসঙ্গত ২০১৯ সালের ১ নভেম্বর থেকে আইনটি কার্যকর শুরু করে সরকার। প্রথম ১৪ দিন সহনীয় মাত্রায় এর প্রয়োগ ছিল। পরবর্তীতে সরকার পরিবহন মালিক-শ্রমিকদের দাবিতে আইনের কয়েকটি বিষয় পরবর্তী ছয়মাস পর্যন্ত কনসিডারের সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে করোনার কারণে এই আইন যথাযথ প্রয়োগের সময়সীমা বৃদ্ধি করে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়। কিন্তু প্রত্যাশার জায়গা বারবার হোচট খেলে হতাশ হতে হয়। তবে আমরা আশাবাদী। জনগণের প্রত্যাশিত ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ এর যেন পূর্ণ বাস্তবায়ন করা হবে।

প্রতিবেদক:আশিক বিন রহিম,১ নভেম্বর ২০২০