‘পরিকল্পিত পরিবারে গড়রো দেশ, উন্নয়নের সমৃদ্ধির বাংলাদেশ’ এই পতিদ্যকে সামনে রেখে চাঁদপুর স্টেড়িয়াম সম্মুখে ১৭মার্চ শনিবার বেলা ১১টায় দুই দিনব্যাপি এসবিসিসি পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালনা ডা. মো. ইলিয়াছের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিম সুপার শামসুন্নাহার পিপিএম, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী প্রমুখ। এসময়, এমও ক্লিনিক, উপজেলা পরিবার পরিকল্পনা, এসিএইচ-এফপি এবং এনজিওর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: দুইদিন ব্যাপি এসবিসিসি পরিবার পরিকল্পনা মেলা-২০১৮ উপলক্ষে মেলা প্রঙনে বিতর্ক প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন ও পরিবার পরিকল্পনা নিয়ে বঙ্গবন্ধুর ভাবনা’র উপর রচনা প্রতিযোগিতা, দই সন্তানের জননীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন বিভাগের স্টল ছাড়াও দেশীয় পণ্যের এবং পরিবার পরিকল্পনা তথ্য সম্পর্কিত মা, শিশুর স্বাস্থ্য, কিশোর- কিশোরী সম্পর্কিত বিভিন্ন স্টল রয়েছে।
প্রতিবেদক- আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur