Home / জাতীয় / রাজনীতি / উপজেলায় দু’ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দেবে না আওয়ামী লীগ
Obaydul Kader
ফাইল ছবি

উপজেলায় দু’ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দেবে না আওয়ামী লীগ

উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। পাশাপাশি উপজেলা চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন দেবে দলটি।

বুধবার (৩০ জানুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুল সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

পাশাপাশি উপজেলা চেয়ারম্যান পদে একক প্রার্থী দেয়ার কথা জানানো হয়।

আওয়ামী লীগের গঠনতন্ত্র ২৮(৪) ধারা অনুযায়ী, জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের পরামর্শ নিয়ে জেলা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের (৪ জন) স্বাক্ষরে চেয়ারম্যান পদের জন্য ঐকমত্যের ভিত্তিতে একক প্রার্থী অথবা অনধিক তিনজনের একটি প্রার্থী তালিকা আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে।