Home / চাঁদপুর / চাঁদপুরে ‘ত্রাণ যাবে বাড়ি’ এর যাত্রা শুরু
ক‌রোনাভাইরাস প্র‌তি‌রো‌ধে

চাঁদপুরে ‘ত্রাণ যাবে বাড়ি’ এর যাত্রা শুরু

সারা দিনের অক্লান্ত পরিশ্রমের পর যাত্রা শুরু হলো চাঁদপুরে ‘ত্রাণ যাবে বাড়ি’ কার্যক্রমের। ১ এপ্রিল যারা হট লাইনে ফোন দিয়েছেন তাদের মধ্যে বেশ কয়েক জনকে বাছাই করে আমাদের ভলান্টিয়াররা খাদ্যপণ্য নিয়ে ইতিমধ্যে রওয়ানা দিয়েছে।

ভলান্টিয়ার, স্কাউট ও রোভারদের, যারা স্বেচ্ছাসেবী হিসেবে প্যাকেট করা,খাদ্যপণ্য বাড়ি বাড়ি নিয়ে যাওয়ার কাজটি করছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

ক‌রোনাভাইরাস প্র‌তি‌রো‌ধে সরকা‌রের নি‌র্দেশনা জারির পর থে‌কে ৭ম দি‌নের ম‌তো সকল শ্রে‌ণি পেশার মানুষ গৃহব‌ন্ধি। গৃহব‌ন্ধি অসহায় ও খে‌টে খাওয়া মানু‌ষের কথা চিন্তা ক‌রে চাঁদপুর জেলা প্রশাস‌ন ‘ত্রাণ যাবে বাড়ি’ কার্যক্র‌মের শুভ সূচনা করেন।

১ এ‌প্রিল বুধবার বিকা‌লে জেলা প্রশাসন কার্যাল‌য়ে কার্যক্র‌মের উ‌দ্বোধন ক‌রেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবাদুল্লাহ আল মাহমুদ জামান।

তিনি ব‌লেন, ক‌রোনাভাইরাস প্র‌তি‌রো‌ধে জনগণ‌কে গৃ‌হে রাখা নি‌শ্চিত কর‌তে ‘ত্রাণ যাবে বাড়ি’ কার্যক্রম শুরু করা হ‌য়ে‌ছে। জেলা প্রশাসক ম‌গোদ‌য়ের নি‌র্দেশনায় এ কার্যক্রম আজ থে‌কে শুরু হ‌লো। দু‌টি হট লাইন নাম্বা‌রে দেওয়া হ‌য়ে‌ছে তাতে ফোন কর‌লে স্বেচ্ছা‌সেবীরা মোটরবাই‌কে ক‌রে বিনামূ‌ল্যে খাদ্য সামগ্রী ঘ‌রে গি‌য়ে পৌ‌ছে দে‌বে।

সামর্থহীন‌দের খাদ্য সহায়তায় এ কার্যক্রম গ্রহন করা হ‌য়ে‌ছে। বর্তমান সম‌য়ে অ‌নেক শ্রে‌ণি পেশার লোক কাজ কর‌তে পার‌ছে না তা‌দের খাবা‌রের যোগান দি‌তেই জেলা প্রশাসন আপাতত ২০টি ম্টের সাই‌কেলযো‌গে ৪০ জন স্বেচ্ছা‌সেবীর মাধ্য‌মে এ কার্যক্রম প‌রিচালনা কর‌া হ‌বে। স‌ত্যিকা‌রের অসহায় প‌রিবার যেন এ খাদ্য সামগ্রী পায় সে বিষয়‌টি নি‌শ্চিত করবে জেলা প্রশাসন। প্যা‌কে‌টে থাক‌ছে ৫ কে‌জি চাউল, ১ কে‌জি পেয়াজ, ১ কে‌জি আলু, আধা কে‌জি ডাল, ২৫০ গ্রাম গুড়া দুধ এক প্যা‌কেট, লবন এক প্যা‌কেট, সেভলন সাবান ১টা।

হট লাইন নাম্বার: 01704-040433/01704-040492

প্রতিবেদক:আনোয়ারুল হক,১ এপ্রিল ২০২০