Home / চাঁদপুর / বিপ্লব ও সংহতি দিবসে চাঁদপুর জেলা বিএনপির আলোচনা সভা
IMG_20181107_173620-(1)

বিপ্লব ও সংহতি দিবসে চাঁদপুর জেলা বিএনপির আলোচনা সভা

চাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা বুধবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, খালেদা জিয়ার মুক্তি ছাড়া কোন নির্বাচন বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। কোন সংলাপ করে লাভ হবে না। এই সরকারকে আন্দোলন ছাড়া হটানো যাবে না। সংলাপে শেখ হাসিনা মিখ্যাচার করেছে। বলেছে সভা সমাবেশে কোন বাধা প্রদান করবে না। কিন্তু আজ মিটিং এ পুলিশ নেতাকর্মীদের বাধা প্রদান করছে। নেতাকর্মীদের দলীয় কার্যালয়ের সামনে দাঁড়াতে দিচ্ছে না। এটা কেমন গনতন্ত্র।

বক্তারা আরো বলেন, জাতীয় ঐক্যজোটে যোগদান মাত্র শুরু হয়েছে। জনগণ মাঠে নামলে তারা পালানোর পথ খুঁজে পাবে না। এখনও সময় আছে নিরপেক্ষ অধীনে নির্বাচন দিন। জনমত যাচাই করুন। উন্নয়নে যখন জোয়ার বইছে তখন ক্ষমতা হারানোর এতো ভয় কেন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন।

জনগণ অনেক সহ্য করেছে। এবার প্রতিবাদের সময় এসেছে। রাজপথেই সমাধান কথা হবে।

আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড.সেলিম উল্লাহ সেলিমের সভাপ্রধানে ও মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড.হারুনুর রশীদ, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক এড.শামছল ইসলাম মন্টু,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এড.জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন চান্দু, জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক হযরত আলী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী।

স্টাফ করেসপন্ডেন্ট
৭ নভেম্বর, ২০১৮