Home / চাঁদপুর / চাঁদপুরে ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খালেদা জিয়ার মুক্তির অঙ্গিকার
ছাত্রদলের

চাঁদপুরে ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খালেদা জিয়ার মুক্তির অঙ্গিকার

চাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ১জানুয়ারি সকাল ১১ টায় চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয়ে কলেজ ক্যাম্পাসে বর্নাঢ্য র‌্যালি, বৃক্ষরোপন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে বর্তমান ও সাবেক ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন। তবে কলেজ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র‌্যালিটি রাস্তায় বেরোতে চাইলে পুলিশ বাধা প্রদান করে।

র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এড.সলিম উল্ল্যাহ সেলিম বলেন,দেশে গনতন্ত্রের মৃত্যু ঘটেছে। এ সরকার ক্ষমতার লোভে গনতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। স্বাধীন দেশে একটি ছাত্র সংগঠন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছে না,পুলিশ বাধা দিচ্ছে। এভাবে একটা দেশ চলতে পারে না। সাবেক ৩ বারের প্রধানমন্ত্রীকে বিনা অপরাধে জেলে আটকে রেখে মারার পরিকল্পনা করছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না। অচিরেই তাকে মুক্তি দিতে হবে। আজকে ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীকে শপথ নিতে হবে। দুর্বার আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

আলোচনা সভায় জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজির ও সাধারন সম্পাদক ঈসমাইল হোসেন পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুনির চৌধুরী,আক্তার হোসেন মাঝি, সাবেক যুগ্ম সম্পাদক জহির উদ্দিন বাবর,সদর থানা বিএনপির সাধারন সম্পাদক এড.জাহাঙ্গীর হোসেন খান, জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক হযরত আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারন সম্পাদক নুরুল আমিন খান আকাশ, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান রনি, আবু হানিফ কাকন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, যুগ্ম সম্পাদক মনির হোসেন মুন্না,সোহেল রানা,মেহেদী হাসান শাকিল,চাঁদপুর সরকারি ছাত্রদলের সভাপতি লুৎফুর রহমান সজিব,সাধারন সম্পাদক জিসান আহমেদ মুরাদ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দ।

এদিকে র‌্যালি শেষে ছাত্রদলের নেতাকর্মীদের খালেদা জিয়াকে মুক্ত করতে শপথ পাঠ করানো হয়।

প্রতিবেদক:আশিক বিন রহিম