Home / চাঁদপুর / চাঁদপুরে কিশোর গ্যাং ও মাদক দমনে সাঁড়াশি অভিযান: আটক ১১
পুলিশ সদস্য
ফাইল ছবি

চাঁদপুরে কিশোর গ্যাং ও মাদক দমনে সাঁড়াশি অভিযান: আটক ১১

চাঁদপুর শহরে কিশোর গ্যাং কতৃক সম্প্রতি বেশকটি সন্তাসী কর্মকান্ড করে আতংকিত করে তুলে। এ ধরনের ঘটনায় আবারো কিশোর দমনে চাঁদপুর সদর মডেল থানার উদ্যোগে সাড়াশি অভিযান চালানো হয়।

৮ নভেম্বর রোববার বিকেল ৪ টা থেকে শহরের ৬ ও ৭ নং ওয়ার্ডের কয়লাঘাট, রকেটঘাট, রেলওয়ে বস্তি, মাছঘাট , যমুনা রোড, টিলা বাড়ি, ক্লাব রোড ও বড় স্টেশন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৬ জনকে আটক করে।

আরও পড়ুন… চাঁদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপে সংঘর্ষ

অপরদিকে পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টরের মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুরান বাজার নতুন রাস্তা ও মেরকাটিজ রোড এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ৫ জনকে আটক করে।

চাঁদপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন ও ওসি (তদন্ত) হারুনুর রশীদের নেতৃত্বে সঙ্গীয় ফোসসহ রাত ৯ টা পযন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

আটকৃতরা হলো- অন্তর, জিহাদ, রাব্বি, নয়ন, পারভেজ, নয়ন দাস, সায়মন, মোরশেদ, ইমন, সহিদ ও সালাম।

অভিযানের বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসিম উদ্দিন বলেন, চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের মূল উৎপাটনে মডেল থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি সতর্ক হওয়ার আহ্বান জানান।

প্রতিবেদক:কবির হোসেন মিজি,৮ নভেম্বর ২০২০