Home / চাঁদপুর / চাঁদপুরে করোনো প্রতিরোধ টিকা গ্রহণ ১৯০৪ জন
DC
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

চাঁদপুরে করোনো প্রতিরোধ টিকা গ্রহণ ১৯০৪ জন

চাঁদপুরে করোনা প্রতিরোধ টিকা কার্যক্রম অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনার মধ্যে চলছে। ৭ তারিখ থেকে সারা দেশের ন্যায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় আইসোলেন ওয়ার্ডে সার্বিক টিকা দান কর্মসূচি সকার ৯ টায় শুরু হয়ে বেলা ২ টা পর্যন্ত চলে।

১০ ফেব্রুয়ারি বুধবার চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে,চাঁদপুরের ৮টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মোট রেজিস্ট্রেশন প্রাপ্ত নারী-পুরুষের সংখ্যা ৮ হাজার ৪শ ৩১ জন।

বুধবার ১০ ফেব্রুয়ারি ৩ টা পর্যন্ত চাঁদপুরে টিকা গ্রহণকারী সংখ্যা ১৯০৪ জন। এখন থেকে ৪০ বছর পার হওয়া বয়সের নারী-পুরুষগণ টিকা গ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন করার সাথে সাথেও টিকা নেয়া হচ্ছে ।

চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৮০০ জন , নতুন মৃত্যু নেই

চাঁদপুরে গত ২৪ ঘন্টায় করোনা ল্যাব থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে- ৪ জনের করোনা শনাক্ত করে। ফলে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২,৮০০ জন।এর মধ্যে মৃতের সংখ্যা ৮৮ জন। সুস্থ হয়েছেন ২,৬৪৪জন। বর্তমানে চিকিৎসাধীন ৫৯জন। মৃত্যু ৮৮ জন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

আবদুল গনি,১০ ফেব্রুয়ারি ২০২১