Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুরে করোনা সর্তকতায় গ্রামাঞ্চলে ভ্রাম্যমাণ আদালত
চাঁদপুরে করোনা

চাঁদপুরে করোনা সর্তকতায় গ্রামাঞ্চলে ভ্রাম্যমাণ আদালত

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে করোনার সর্তকতায় অভিযান করেছে ভ্রাম্যমাণ আদালত। ৪ এপ্রিল শুক্রবার সকালে ইউনিয়নের ফরাক্কাবাদ, বালিয়া বাজারসহ বিভিন্নস্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৩টি মটর সাইকেলের চালক কে মোট ১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামনি।

এ সময় বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, চাঁদপুর মডেল থানার এস আই মোঃ মমিনুল ইসলামসহ সংঙ্গীয় সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,চাঁদপুর জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে করোনা সর্তকতায় স্থানীয় জনগন যেন অকারণে বাসাবাড়ি থেকে না বের হয়। সকলে যেন নিজের ও পরিবারের জন্য বাড়িতে থাকে। তাই মাইকিং করা হয়।
এছাড়া দন্ডবিধি ২৬৯ ধারায় ৩টি মটর সাইকেল কে মোট ১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক,৪ এপ্রিল ২০২০