Home / চাঁদপুর / চাঁদপুরে করোনা শনাক্ত ২৮৮৬ জন : নতুন মৃত্যু নেই
corona vaccine

চাঁদপুরে করোনা শনাক্ত ২৮৮৬ জন : নতুন মৃত্যু নেই

চাঁদপুরে গত ২৪ ঘন্টায় আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ৭৩টি স্যাম্পলের রিপোর্টে ৬ জনের করোনা শনাক্ত হয়। বাকি ৬৭ জনের রিপোর্ট নেগেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছে ২, ৮৮৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ২,৭৩৭ জন।

চাঁদপুর সদরে ১২৫৪ জন, হাইমচরে ১৭৬ জন,মতলব উত্তরে ২১২ জন, মতলব দক্ষিণে ৩০৮ জন, ফরিদগঞ্জে ৩১৭ জন,হাজীগঞ্জে ২৪৮ জন,কচুয়ায় ১০৭ জন ও শাহরাস্তিতে ২৬৪ জন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে।

সূত্র থেকে আরও জানা যায়, ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাব থেকে ৭৩টি স্যাম্পলের করোনা টেস্টের রিপোর্ট পাওয়া যায়। চাঁদপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা হচ্ছে ৮৮ জন। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে ৬১ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

উপজেলাভিত্তিক মৃত্যুর সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ২৮ জন,ফরিদগঞ্জে ১৪ জন, হাজীগঞ্জে ১৭ জন,শাহরাস্তিতে ৭ জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৪ জন ও হাইমচরে ১ জন।

করেসপন্ডেন্ট , ১৩ মার্চ ২০২১