Home / শীর্ষ সংবাদ / চাঁদপুরে করোনা আক্রান্ত বেড়ে ২৭৭ : মৃতের সংখ্যা ২৩
করোনাভাইরাস শনাক্তকরণে
ফাইল ছবি

চাঁদপুরে করোনা আক্রান্ত বেড়ে ২৭৭ : মৃতের সংখ্যা ২৩

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের একজন মেডিকেল টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি করোনার নমুনা সংগ্রহের দায়িত্বে ছিলেন।

৭ জুন সোমবার বিকেল ৫টা পর্যন্ত একমাত্র তার রিপোর্টটিই ঢাকা থেকে এসেছে। যদিও মোবাইল ফোনে ২ দিন আগেই ঢাকা থেকে তাকে তার পজিটিভ হওয়ার বিষয়টি জানানো হয়েছে।

এখন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৭৭জন। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩জন। রোববার মারা যাওয়া শহরের গুণরাজদী এলাকার মোশারফ হোসেনকে মৃতদের তালিকায় সোমবার অন্তর্ভুক্ত করা হয়েছে।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেল পর্যন্ত জেলায় ১টি নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। সেটি পজিটিভ।

সূত্র মতে, চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৭৭জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৩৭জন, ফরিদগঞ্জে ৪৪জন, হাজীগঞ্জে ২২জন, মতলব দক্ষিণে ২০জন, শাহরাস্তিতে ১৯জন, কচুয়ায় ১৬জন, মতলব উত্তরে ১৩জন ও হাইমচরে ৬জন। সদর উপজেলার ১৩৭ জনের মধ্যে চাঁদপুর শহরে ১২৬ জন। আর বাকী ১১ হন হচ্ছে রামপুর ইউনিয়নে ৪, লক্ষ্মীপুরে ৩, মৈশাদীতে ২ ও চান্দ্রায় ২।

এছাড়া জেলায় মোট ২৩জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৮জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৪জন, হাজীগঞ্জে ৪জন, মতলব উত্তরে ২জন ও শাহরাস্তিতে ১জন।

স্টাফ করেসপন্ডেট,৯ জুন ২০২০