Home / চাঁদপুর / চাঁদপুরে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ তদারকি কমিটির সভা
চাঁদপুরে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ তদারকি কমিটির সভা

চাঁদপুরে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ তদারকি কমিটির সভা

‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ তদারকি কমিটির সভা সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান বলেন, চাঁদপুর জেলার ৮টি উপজেলায় ৮৮টি ইউনিয়নে একটি বাড়ি একটি খামার প্রকল্প রয়েছে। এই প্রকল্পগুলোর কার্যক্রম সন্তোসজনক। এসব প্রকল্পে যারা দায়িত্বে রয়েছেন তাদের দায়িত্ব শতভাগ পালন করতে হবে। সমিতির আওতায় ঋণগ্রহীতাদের কাছ থেকে ঋণ আদায় বাড়িয়ে শতভাগ নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, আমার বিশ্বাস সারা বাংলাদেশের মধ্যে একটি বাড়ি একটি খামার প্রকল্পে চাঁদপুরে শ্রেষ্ঠ হবে। আর এটা নির্ভর করে আপনাদের মেধা ও শ্রমের ওপর। বিআরডিবি’র উপ-পরিচালক মো.জুয়েল আহমেদের পরিচালনায় বক্তর‌্য রাখেন সদর উপজেলা নিবাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাধনা রানী দেবনাথ, কচুয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা আবুল হাসনাত, মতলব দক্ষিণ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা স্বপন চন্দ্র বর্মন, হাইমচর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ।

এ সময় উপজেলা সমন্বয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।