হেলিকপ্টারে করে চাঁদপুরের কচুয়ায় আসলেন আমিরে হেফাজত ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ইসলামী মাহফিলে যোগ দিতে হেলিকপ্টারে চড়ে তিনি চাঁদপুরের উদ্দেশ্য রওনা হোন।
চাঁদপুর জেলার খুলাফা ও মুহিব্বিনদের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। তাকে বহনকারী বেসরকারি সংস্থার হেলিকপ্টারটি হাটহাজারী মাদ্রাসার শিক্ষা ভবনের ছাদে অবতরণ করে।
আল্লামা আহমদ শফীর সফরসঙ্গী তার ব্যক্তিগত সহকারী মাওলানা শফিউল আলম জানান,‘চাঁদপুরের কচুয়ার জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসায় বার্ষিক ইসলামী জোড় অনুষ্ঠিত হচ্ছে। তিনি সেখানে উপস্থিত খুলাফা ও মুহিব্বিনদের উদ্দেশে বয়ান দেবেন।’
এরপর বিকাল নাগাদ হেলিকপ্টারযোগে আল্লামা আহমদ শফীর হাটহাজারী মাদ্রাসায় ফেরার কথা রয়েছে।
প্রসঙ্গত ২০১৭ সালের ২০ ডিসেম্বর চাঁদপুরে আসেন হেফাজত ইসলামের আমীর মুফতি আল্লামা শফি। চাঁদপুরের প্রধান ব্যবসায়িক এলাকা পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠের ৩ দিনব্যাপি ইসলামী মহা-সম্মেলন তিনি অংশ নেন।
আরো পড়ুন- একনজরে চাঁদপুর জেলার দর্শনীয় স্থান সমূহ
ভিডিও-
বার্তা কক্ষ
১৮ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur