Home / চাঁদপুর / আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের চাঁদপুরের ৩ নেতাকে সংবর্ধনা
আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের চাঁদপুরের ৩ নেতাকে সংবর্ধনা
আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী ও সদস্য এড. কাজী নজিব উল্ল্যাহ হীরু

আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের চাঁদপুরের ৩ নেতাকে সংবর্ধনা

আজকের যুগে অস্ত্রে ক্ষমতা নয়, তথ্যই ক্ষমতা: ডা. দিপু মনি এমপি
দেশনেত্রী শেখ হাসিনা শুধু দেশেরই নয় বিশ্ব নন্দিত একজন নেতা : বাবু সুজিত রায় নন্দী
শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা একত্রিত হয়ে কাজ করব : এড. কাজী নজিব উল্ল্যাহ হীরু

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী ও সদস্য এড. কাজী নজিব উল্ল্যাহ হীরুকে চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সোমবার (১৪ নভেম্বর) সংবর্ধনা দেয়া হয়।

হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৩ টা চাঁদপুরের ৩ নেতাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন সংগঠন সংবর্ধিত করেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে আলোচনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সাংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ সরকারের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ডা.দিপু মনি এমপি, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক বাবু সুজিত রায় নন্দী ও সদস্য এড. কাজী নজিব উল্ল্যাহ হীরু।

চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমদ।

অনুষ্ঠিন যৌথ পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী ও সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী।

সংবধিত অতিথির বক্তব্যে ডা. দিপু মনি এমপি বলেন, ‘আমার জীবনের অর্জনগুলোতে চাঁদপুরবাসীর অবদান কম নয়। কারণ আমি আপনাদের সন্তান। আপনাদের ভোটেই আমি নির্বাচিত হয়েছি। এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ। আজকের যুগে অস্ত্রে ক্ষমতা নয়, তথ্যই ক্ষমতা। আগামী নির্বাচনে সকলে ইস্পাত ঐক্যবদ্ধ হয়ে সকল অপ শক্তিকে রুখে দিয়ে বিজয়কে সুনিশ্চিত করতে পারি। তাহলে নৌকার বিজয় হবেই হবে।’

তিনি আরোও বলেন, ‘আমাদের দেশ সীমিত সম্পদের বিশাল জনগোষ্ঠীর একটি দেশ। এ দেশটি কিভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্ব বিস্ময়ের চোখে তাকিয়ে দেখছে। যারা এ উন্নয়নকে পছন্দ করে না, তারাই আজ দেশে নৈরাজ্যের সৃষ্টি করছে। চাঁদপুরবাসী সকল অপচেষ্টাকারীদের রুখে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করবে।’

সংবর্ধিত অতিথির বক্তব্যে সুজিত রায় নন্দী বলেন, ‘দেশনেত্রী হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বিভিন্ন দেশ ও জাতিসংঘের পুরস্কারে ভূষিত হয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা শুধু দেশেরই নয় বিশ্বনন্দিত একজন নেতা। আমরা চাঁদপুরবাসী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশনেত্রী শেখ হাসিনা কে ঐক্যবদ্ধ হয়ে সকল কর্মকান্ডে সহায়তা করবো। এই হোক আজকে আমাদের সংবর্ধনা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।’

সংবধিত অতিথির বক্তব্যে এড. কাজী নজিব উল্ল্যাহ হীরু বলেন, ‘কৃতজ্ঞতা জানাই দেশনেত্রী শেখ হাসিনাকে। যার যোগ্য নেতৃত্বের কারণ বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা একত্রিত হয়ে কাজ করব।’

সংবর্ধণা অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

: আপডেট, বাংলাদেশ সময় ০৭:৫০ পিএম, ১৪ নভেম্বর ২০১৬, সোমবার
ডিএইচ

আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের চাঁদপুরের ৩ নেতাকে সংবর্ধনা

About The Author

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক

Leave a Reply