Home / চাঁদপুর / প্রথম ডিজিটাল জেলা হিসেবে চাঁদপুরের নাম লেখা হবে : জেলা প্রশাসক
দেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা চাঁদপুর
ফাইল ছবি

প্রথম ডিজিটাল জেলা হিসেবে চাঁদপুরের নাম লেখা হবে : জেলা প্রশাসক

চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘বাংলাদেশের মধ্যে চাঁদপুরই একমাত্র জেলা, যেখানে স্বচ্ছতার সাথে মানুষকে অনলাইনে সেবা দেয়া হয়। আমরা যে কর্মযজ্ঞ হাতে নিয়েছি তা বাস্তবায়িত হলে দেশের মধ্যে সর্বপ্রথম ডিজিটাল জেলা হিসেবে চাঁদপুরের নাম লেখা হবে।’

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টায় অঙ্গীকার পাদদেশে জাতীয় ও বিজয় মেলার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে চাঁদপুরের মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনেকটা এগিয়েছি। সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর যে স্বপ্ন দেখেছেন তা চাঁদপুরে অনেকটাই বাস্তবায়ন হয়েছে। চাঁদপুরে এখন অনেকটাই ডিজিটালের আতওতায় চলে এসেছে।’

তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। বাল্য বিয়ে ও মাদক প্রতিরোধে আমরাই প্রথম সকল ইউপি চেয়ারম্যানদের শপথ করিয়েছি। বর্তমানে এখানে বাল্য বিয়ে অনেকটাই কমে এসেছে এবং মাদক এখন সহনীয় পর্যায়ে রয়েছে। আমাদের সবচেয়ে বড় অর্জন হলো মা ইলিশ রক্ষা। মা ইলিশ রক্ষা আমরা চাঁদপুরের জেলে, আড়ৎদার , জনপ্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার মানুষকে এক কাতারে আনতে পেরেছি। এটি বাংলাদেশের জন্য বিশাল একটি অর্জন। চাঁদপুরের সাধারণ মানুষকে দেয়া যে প্রতিশ্রুতি তা অনেকটাই বাস্তবায়ন করতে পেরেছি।’

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর যে সোনার বাংলার স্বপ্ন দেখেছেন তা চাঁদপুরে অনেকটাই বাস্তবায়ন হয়েছে। আমরা যদি সঠিক ভাবে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি তবে চাঁদপুর হবে বাংলাদেশের একটি মডেল জেলা। তখন চাঁদপুরেই প্রথম বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে। এখন আর চাঁদপুরকে আমরা কুমিল্লা বা অন্য কোনো জেলার সাথে তুলনা করি না। চাঁদপুর কোনো জেলার সাথে তুলনীয় না। আগামি ২৭ জানুয়ারী ব্রান্ডিং জেলা চাঁদপুরকে নিয়ে ঢাকায় একটি মেলা হবে। যেখান থেকে চাঁদপুর নিয়ে দেখা স্বপ্ন বাস্তবায়ণ কাজ শুরু হবে। চাঁদপুর মুক্তিযুদ্ধের জাদুঘর করা নিয়ে আলোচনা চলছে। এজন্য সকলরের সহযোগিতা প্রয়োজন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।

বিজয় মেলার চেয়ারম্যান অ্যাড. জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক মহা-সচিব অ্যাড. বদিউজ্জামান কিরণের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, মুক্তিযুদ্ধের বিএলএফ কমান্ডার হানিফ পাটওয়ারী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ সফিউদ্দিন আহমেদ, বিজয় মেলার সাবেক চেয়ারম্যান অ্যাড. বিণয় ভূষণ মজুমদার, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলাম মন্টু পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান প্রমুখ।

প্রতিবেদক- আশিক বিন রহিম : আপডেট, বাংলাদেশ সময় ১০:৫৫ পিএম, ৮ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ