দুর্ভোগের শিকার এসএসসি পরীক্ষার্থীসহ প্রায় ৪শ’ পরিবার
চাঁদপুর শহরের পুরাণবাজার পূর্বশ্রীরামদী পৌর ৩ নং ওয়ার্ড এলাকায় ২৪ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন। এতে ওই এলাকার এসএসসি পরিক্ষার্থীসহ প্রায় ৪শ’ পরিবার মারাত্মক দুর্ভোগের শিকার হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় ব্যাংকার মুজিবুর রহমান জানান, রোববার রাত ৮টার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। আমারা প্রথমে বিষয়টি লোডশেডিং হিসেবে ধরে নিয়েছিলাম। কিন্তু গভীর রাত পর্যন্ত বিদ্যুৎ না আসায় বিষয়টি আমরা স্থানীয় বিদ্যুৎ অভিযোগকেন্দ্রে অবহিত করি। কিন্তু রাতে তারা কোনো প্রকার ব্যবস্থা না নেয়ায় শিশু ও বয়ষ্করা অসুবিধায় পড়ে। তবে সবচেয়ে বেশি সমস্যার শিকার হয় এসএসসি পরীক্ষার্থীরা।
তিনি আরো জানান, সোমবার দিন গড়িয়ে বিকেল হলেও বিদ্যুৎ অফিসের কারো হদিস পাওয়া যায়নি। পরে একাধিক অভিযোগ দেয়ার পরে রাত ৮টায় সংশ্লিষ্টরা এসে দায়সারাভাবে সংযোগ মেরামত করে চলে যায়। তাদের চলে যাওয়ার পরে আবার পুনরায় বিদুৎ চলে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রাহক অভিযোগ করে চাঁদপুর টাইমসকে বলেন, এমন সমস্যায় আমাদের প্রায়ই পড়তে হচ্ছে। তাদের খবর দিলে আগে টাকা দিতে হয়। টাকা না দিলে তারা সংযোগ মেরামত করতে অপারগতা প্রকাশ করে। এ বিষয়ে পুরাণবাজার বিদুুৎ অভিযোগ কেন্দ্রে ফোন করলে টেলিফোন সংযোগ পাওয়া যায়নি।
আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট, চাঁদপুর টাইমস
|| আপডেট: ০৯:০৫ অপরাহ্ন, ২৯ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur