Home / চাঁদপুর / চাঁদপুরের কৃতি সন্তান বিশ্ববিখ্যাত বিজ্ঞানি ড. জামাল চাঁদপুরে
বিজ্ঞানি ড. জামাল

চাঁদপুরের কৃতি সন্তান বিশ্ববিখ্যাত বিজ্ঞানি ড. জামাল চাঁদপুরে

বিশ্ববিখ্যাত বিজ্ঞানি যুক্তরাস্ট্রের মেরিল্যান্ডের কোপেন স্ট্যাট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ন্যানো সায়েন্টিস্ট ড.জামাল উদ্দিন ১৩ মার্চ শনিবার চাঁদপুরের তিনটি কলেজ পরিদর্শন করবেন। তিনি গত ১০ মার্চ রাতে আমেরিকা থেকে স্ব পরিবারে তিনি বাংলাদেশে আসেন। তবে দীর্ঘ প্রায় ৩০ বছর পর শুক্রবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখালে নিজ বাড়িতে এসে পৌছেন।

শনিবার তিনি চাঁদপুর সরকারি কলেজ,সরকারি মহিলা কলেজ ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজে যাবেন।সেখানে তিনি কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মোটিভেশনাল প্রোগ্রামে যোগ দেবেন। তাঁর সাথে ঢাকা বিশ্ব বিদ্যালয়,বুয়েট ও জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের কয়েকজন প্রফেসর থাকার কথা রয়েছে।

এর আগে গত বুধবার তাঁর সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এসময় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

ড.জামাল উদ্দিন বলেন, ‘আমার ইচ্ছে বাংলাদেশে ন্যানো টেকনোলজি বিষয়ে একটা গবেষণাগার প্রতিষ্ঠা করা। এ জন্য আমি নিজ দেশে এখন থেকে প্রতিনিয়ত আসবো। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের কথা শুনবো।’

স্টাফ করেসপন্ডেন্ট, ১৩ মার্চ ২০২০