Home / চাঁদপুর / চাঁদপুরে অগ্নিদগ্ধ আহতদের সর্বশেষজন লরি চালকের মৃত্যু
চাঁদপুরে অগ্নিদগ্ধ আহতদের সর্বশেষজন লরি চালকের মৃত্যু
অগ্নিকাণ্ডের ফাইল ছবি

চাঁদপুরে অগ্নিদগ্ধ আহতদের সর্বশেষজন লরি চালকের মৃত্যু

চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে জ্বালানি তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বার্ন ইউনিটের চিকিৎসাধীন থাকা আহতদের সর্বশেষজন লরি চালক বাদশা মিয়া (৫০) শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯ টায় মারা যান।

এ নিয়ে সর্বশেষ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের ডিউটরত মো. আবুল কালাম বিষয়টি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করছেন।

তিনি দীর্ঘ তিনি ৮ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসায় থেকে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হন।

অগ্নিদগ্ধ হয়ে এর আগে পর্যায়ক্রমে চিকিৎসারত অবস্থায় মারা যায় তেলের গোডাউনের মালিক মো. মিজানুর রহমান পাটোয়ারী, তার বড় ছেলে রায়হান পাটওয়ারী (২৩), লরির হেলপার নুর মোহাম্মদ (২১) ও তার দোকানের কর্মচারী মাসুদ (২৮)।

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত পৌনে ১টায় চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের যমুনা ওয়ের এজেন্সির গোডাউনে তেলের লরি থেকে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে।

: আপডেট, বাংলাদেশ সময় ১১:৪৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ

চাঁদপুরে অগ্নিদগ্ধ আহতদের সর্বশেষজন লরি চালকের মৃত্যু

About The Author

প্রতিবেদক- কবির হোসেন মিজি

Leave a Reply