Home / চাঁদপুর / চাঁদপুরসহ তিন জেলায় মৎস্য উন্নয়নে ৩ কোটি টাকা বরাদ্দ
চাঁদপুরসহ তিন জেলায় মৎস্য উন্নয়নে ৩ কোটি টাকা বরাদ্দ
ফাইল ছবি

চাঁদপুরসহ তিন জেলায় মৎস্য উন্নয়নে ৩ কোটি টাকা বরাদ্দ

মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর মিলে বৃহত্তর কুমিল্লা মৎস্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। ২০১৫-২০১৬ অর্থবছরে এ তিন জেলা নিয়ে ৫ বছর মেয়াদী বৃহত্তর কুমিল্লা মৎস্য উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হবে।

বিষয়টি চাঁদপুর মৎস্য অধিদপ্তর অনলাইন নিউজ চাঁদপুর টাইমসকে জানিয়েছে । প্রাথমিকভাবে এর প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩ কোটি টাকা । চাঁদপুরের জন্যে এ বছর ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

প্রকল্প বাস্তবায়ন হওয়ার পথে রয়েছে, জেলার সকল সরকারি-বেসরকারি অফিস আদালতের হাজা-মাজা (চাষ হয় না এমন) পুকুর সংস্কার, খাস জলাশয়ের পুনঃখনন, মৎস্যজীবীদের কর্মসংস্থান, খাঁচায় মাছ চাষ, প্যানে মাছ চাষ , প্রশিক্ষণ ও প্রদর্শনী ।

এ দিকে ৫ বছর মেয়াদী ‘বন্যা নিয়ন্ত্রণ সেচ প্রকল্প ও অন্যান্য জলাশয়ে মৎস্য ও প্রাণি সম্পদ উন্নয়ন’ নামে অপর একটি প্রকল্পের মেয়াদ এ অর্থবছরে চাঁদপুরে শেষ হচ্ছে।

বিভিন্ন উপজেলায় বড় ধরনের ১১ টি জলাশয় তৈরি করে মৎস্য চাষ করা হয়েছে বলে জেলা মৎস্য কর্মকর্তা মো.সফিকুর রহমান চাঁদপুর টাইমসকে জানান ।

আবদুল গনি[/author]

: আপডেট ৭:৩০ পিএম, ০৫ মে ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ