Home / আবহাওয়া / ঘূর্ণিঝড় ‘ইয়াস’দুপুরে উপকূল অতিক্রম করতে পারে
weather

ঘূর্ণিঝড় ‘ইয়াস’দুপুরে উপকূল অতিক্রম করতে পারে

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরো উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে আজ দুপুর ১২ টা নাগাদ ডোমরার ও বালাশোরের দক্ষিণ দিক দিয়ে ভারতের উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে,উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূির্ণঝড় ‘ইয়াস’ আরো উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে ও ঘণীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে একই এলাকায় অবস্থান করছে।

আজ সকাল ৯ টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫২০ কি পশ্চিমে,কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কি.মি পশ্চিমে,মংলা সমুদ্রবন্দর থেকে ৩২০ কি.মি পশ্চিম-দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৫৫ কি.মি পশ্চিম-দক্ষ্ণি পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টি ি  কেন্দ্রের ৮৪ কিলোমিটারের মধ্যে বাতাসের টানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৩০ কি.মি যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১৫০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুদ্ধ হয়ে রয়েছে।

এদিকে চট্টগ্রাম,কক্সবাজার,মংলা ও পায়রা সমুদ্রর বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।   ঘূর্ণীঝড় অতিক্রমের  সময় খুলনা,সাতক্ষীরা,বাগেরহাট,

ঝালকাঠি,পিরোজপুর,বরগুনা,পটুয়াখালী,বরিশাল,ভোলা,নোয়াখালী,লক্ষ্মীপুর,ফেনী,চাঁদপুর ও চট্টগ্রাম জেলা   এবং এসব এলাকার অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এসব অঞ্চলে ঘন্টায় ৮০-১০০ কি.মি বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

ঘূর্ণিঝড়টি র্পূর্ণিমার প্রভাবে খুলনা,সাতক্ষীরা,বাগেরহাট,ঝালকাঠি,পিরোজপুর,  বরগুনা,পটুয়াখালী,বরিশাল,ভোলা,  নোয়াখালী,লক্ষ্মীপুর, ফেনী,চাঁদপুর ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৬ ফুটের বেশি উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া ডেস্ক , ২৬ মে ২০২১