Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ঘাতক শত্রুর দল শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করেছিল: মুহম্মদ শফিকুর রহমান
শত্রুর

ঘাতক শত্রুর দল শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করেছিল: মুহম্মদ শফিকুর রহমান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট সন্তান শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে রেলী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর বুধবার সকালে ফরিদগঞ্জ উপজেলা অডিটরিয়ামে প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মুহম্মদ শফিকুর রহমান বলেন, বঙ্গবন্ধুর সকল অস্তিত্বকে মুছে ফেলার হীন উদ্দেশ্য চরিতার্থ করতেই ১৯৭৫ সালের ১৫ আগস্টের রাতে ঘাতক শত্রুরা নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল। ঘাতক শত্রুর দল বঙ্গবন্ধু পরিবারের সবার স্নেহের ও আদরের শিশু রাসেলকে নির্মমভাবে হত্যা করেছিল। শিশু রাসেলের হত্যাকারীদের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

তিনি আরও বলেন, আমাদের সুনেতৃত্ব দেয়ার মতো সু-দৃষ্টিসম্পন্ন চিন্তা চেতনার অধিকারী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর পিতা বঙ্গবন্ধুকে অনুসরণ করেই এগিয়ে চলেছেন। দারিদ্র্যমুক্ত ও ক্ষুধামুক্ত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী সঠিকভাবে রাষ্ট্র পরিচালনার হাল ধরেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজুন নাহারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আলী আক্কাছ পাটওয়ারী, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম, তদন্ত ওসি প্রদীপ মন্ডল, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবরার আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার একে মোহাম্মদ আলী জিন্না, প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত জহিরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক সদস্য জিএম হাছান তাবাচ্ছুম, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, উপজেরা যুবলীগের সদস্য মাসুদ আলম আয়াত, সংসদ সদস্যের প্রতিনিধি জাহাঙ্গীর পলোয়ান, পারভেজ আহমেদ, মোস্তফা কামাল ঢালী, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাছান পাটওয়ারী ছাড়াও সংসদ সদস্যের বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধি এবং আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা পরিষদের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগে লীগ ও তার সকল সহযোগী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সর্বসাধারণ শ্রদ্ধা নিবেদন করেন এবং শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৮ অক্টোবর ২০২৩