Home / আন্তর্জাতিক / জার্মানির একটি শপিং সেন্টারে গোলাগুলি চলছে..
জার্মানির একটি শপিং সেন্টারে গোলাগুলি চলছে..

জার্মানির একটি শপিং সেন্টারে গোলাগুলি চলছে..

জার্মানির মিউনিখে অলিম্পিয়া-আইনকফজেনট্রাম শপিং মলে বন্দুকধারীর হামলার ঘটনায় ৩ জন নিহতের বিষয় নিশ্চিত করেছে বাভারিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিষয়টি জানিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে গুলির ঘটনার পর বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থানের জন্য অনুরোধ জানিয়েছে মিউনিখ পুলিশ। একই সঙ্গে কাজের স্বার্থে এ সংক্রান্ত কোনো ধরনের ছবি বা ভিডিও প্রকাশ না করারও অনুরোধ জানানো হয়েছে। বন্ধ রাখা হয়েছে মিউনিখের সব ট্রানজিট সিস্টেম।

গুলির ঘটনার সময় এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা দিয়ে সংবাদমাধ্যম জানায়, বন্দুকধারী মলের মধ্যে প্রবেশ করে অর্তকিত গুলি চালাতে শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা ৩ সশস্ত্র বন্দুকধারী দেখেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। ঘটনার পর মিউনিখে অবস্থানরত সব মার্কিন নাগরিককে নিরাপদে অবস্থান করতে সেখানকার কনস্যুলেট জেনারেল থেকে জরুরি বার্তা দেওয়া হয়েছে।

এদিকে, জার্মানির একটি সংবাদমাধ্যম এ ঘটনায় বেশ কয়েকজন ‘হতাহতের’ কথা জানিয়েছে। শপিং মলের পাশে একটি মরদেহ পড়ে থাকার যে ছবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রকাশ করেছে তা ‘বন্দুকধারী’র বলে ধারণা করা হচ্ছে।

তবে এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে গুলির ঘটনার পর পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে। পুরো মলটি পুলিশ ঘিরে রেখেছে। ভেতর থেকে সবাইকে বের করে আনা হয়েছে। এ সময় অনেককে আতঙ্কিত হয়ে ওই এলাকা ত্যাগ করতে দেখা যায়।

এ বিষয়ে শপিং মল কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি না হলেও ‘কিছু একটা সমস্যা’ হয়েছে বলে জানিয়েছে।

কোনো কোনো সংবাদমাধ্যম ‘১৫ জন’ প্রাণহানির কথা জানিয়েছে। এছাড়া বন্দুকধারী একাধিক ছিলো বলেও বলা হচ্ছে। বন্দুকধারীরা শপিং মলটির আন্ডারগ্রা‌উন্ডের টানেল ব্যবহার করে পালিয়ে যাওয়ার কথা বলছে কোনো কোনো সংবাদমাধ্যম।

পুলিশকে উদ্ধৃত করে স্থানীয় একটি সংবাদপত্র বেশ কিছু মানুষের মারা যাওয়ার খবর দিলেও ৩ জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে।

এর আগে গত সোমবার বাভারিয়ায় একটি ট্রেনে একজন অভিবাসী পাঁচজনকে ছুরি মারার পর নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
ওই ঘটনার পর আরো হামলার আশঙ্কা সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল।

এখন পর্যন্ত খবরে যেটুকু জানা গেছে তাতে একাধিক হামলাকারীর কথা বলা হয়েছে।

ঘটনাস্থলের ওপর হেলিকপ্টার উড়তে দেখা যাচ্ছে এবং দোকানের কর্মচারীদের বাইরে বেরতে নিষেধ করা হয়েছে।
মিউনিখ পুলিশ মানুষজনকে ওই এলাকার ধারেকাছে না যাবার পরামর্শ দিচ্ছে।

বিবিসি সূত্রে ভিডিওসহ

Leave a Reply