Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শেণির নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।

শনিবার (১৪ জুলাই) সকালে কলেজ মিলনায়তনে প্রতিষ্ঠানের পক্ষ থেকে (২০১৮-১৯) শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে কলেজের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় একাদশ শ্রেণির সাড়ে ৬শ শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি বলেছেন, স্বাধীনতার পর দেশে সর্বোচ্চ অবকাঠামোগত উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। ইতোমধ্যে যার সুফল পেতে শুরু করেছে জনগণ। আ’লীগের একজন কর্মী হিসাবে দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাওয়াই আমার লক্ষ্য।

আসুন ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।

কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি আরো বলেন, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ^বিদ্যালয় কলেজের শিক্ষার মান উন্নয়নে যা প্রয়োজন তাই করার চেষ্টা করবো।

কলেজের অধ্যক্ষ ড. মোহেবুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা. আনোয়ারা হক, রুস্তুমপুর আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী আব্দুল আহাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, কলেজের উপাধ্যক্ষ মনিরুজ্জামান,

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহাংগীর আলম শিপন, শিক্ষানুরাগী খোরশেদ আলম, ইউপি চেয়ারম্যান ইসকান্দার আলী, ওমর ফারুক ফারুকী, আবুল কালাম ভূইয়া, সাংবাদিক নাছির উদ্দিন পাঠান, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুছ ছাত্তার, সাধারণ সম্পাদক মুক্তযোদ্ধা সফর আলী,

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান স্বপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য মহিউদ্দিন ভূইয়া ইরান, ইসমাইল হোসেন, কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রতিবেদক : আতাউর রহমান সোহাগ

Leave a Reply