Home / জাতীয় / গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী

‎Thursday, ‎02 ‎July, ‎2015  01:13:20 AM

স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা :

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার – জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তবে সাংবাদিকদের জন্য নীতিমালা থাকা দরকার। গণমাধ্যমের সমালোচনাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমালোচনা দৃষ্টি খুলে দেয়। তবে নিরপেক্ষভাবে সমালোচনার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ এবং চোরাচালানের বিরুদ্ধে সোচ্চার থাকার আহবান জানিয়েছেন সংবাদকর্মীদের।

বুধবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

জাতীয় প্রেসক্লাবে বিএফ ইউ জে এবং ডি ইউ জে আয়োজিত ইফতার মাহফিলে পৌঁছালে তাকে স্বাগত জানান সংগঠনের নেতারা।

ইফতার পূর্ব আলোচনায় তিনি বলেন, সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কাছে কিছু দাবি করার প্রয়োজন হয়নি। নিজ তাগিদই তাদের কল্যাণে কাজ করেছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কাছে দাবি করার প্রয়োজন হয় না। কল্যাণ ট্রাস্টের ভাবতে করতে হয়নি, আমি নিজস্ব ভাবনা থেকেই করে দিয়েছি। আওয়ামী লীগ সব সময় সাংবাদিকদের কথা চিন্তা করে, আর সাংবাদিকরা বেশি করে আওয়ামী লীগের সমালোচনা করে। অবশ্য সমালোচনা ভালো, এটা আমাদের দৃষ্টিকে প্রসারিত করে।’

বাংলাদেশকে নিয়ে বিরূপ মন্তব্য প্রতিহত করার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের সম্মানে আঘাত আসে এমন কোনও মন্তব্য গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ‘আমরা কথা দিয়েছিলাম- পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করবো, আল্লাহর রহমতে তা শুরু করেছি। বাংলাদেশের সম্মানে আঘাত করে কেউ কিছু বললে কারও সহ্য হলেও আমার সহ্য হয় না। আমরা চাই- দেশের সংবাদমাধ্যম আরও শক্তিশালী হোক। নিয়ন্ত্রণ করতে চাই না। কোনো কিছু করতে গেলে নীতিমালা প্রয়োজন। শৃঙ্খলার জন্যই নীতিমালা। আমি চাই নিরপেক্ষ ভূমিকা পালন করবে দেশের সব সংবাদমাধ্যম।’

সাংবাদিকদের আবাসন সমস্যা সমাধানে তাদের জন্য পৃথক ফ্ল্যাট নির্মাণে সরকারের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলাদা বেতন কাঠামো করা যায় কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

তিনি বলেন, ‘ইলেক্ট্রনিক মাধ্যমে যারা কাজ করেন তাদের জন্য বোধহয় একটা ব্যবস্থা নেওয়া দরকার। সেখানেও কিছু করা যায় কি না সেটাও আমরা দেখবো।’

চাঁদপুর টাইমস/প্রতিনিধি/এএস/ডিএইচ/২০১৫।