Tuesday, May 19, 2015 12:04:10 AM
আশিক বিন রহিম :
শরিয়তপুর জেলার তারাবুনিয়া এলাকার বকাউল বাড়িতে রাতে ঘরের খাবার খেয়ে ৬জন অসুস্থ হয়ে পড়েছে। পরে অসুস্থদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
এরা হলেন একই পরিবারের ছৈয়দুন নেসা (৭০), ওমর আলী (৪৫), জাহানারা বেগম (৩০), রাবিয়া আক্তার (১৮), সুফিয়া (১২), সোহাগী (২০)।
জানা যায়, পরিবারের সকলে একসাথে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লে কিছু সময় যাওয়ার পর থেকেই পরিবারেরা সকলে পর্যায় ক্রমে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে।
সরকারি হাসপাতালের চিকিৎসকরা জানায়, তারা যে খাদ্য খেয়েছে তাতে বিষক্রিয়ায় আক্রান্ত হয়।
আহতরা জানায়, আমাদের আশেপাশের কেউ হয়তো ষড়যন্ত্র করে আমাদের খাবারে বিষ দিয়েছে। ঘরের বাইরে থাকা পাকের ঘরে রান্না করার পর সেখানেই কিছুক্ষণ পড়ে থাকে। হয়তবা সেই সুযোগে কেউ আমাদের খাবারে বিষ দিয়েছে।
অসুস্থরা বর্তমান চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur