Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর পুনর্বাসনের চেক বিতরণ
চেক বিতরণ

হাইমচরে ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর পুনর্বাসনের চেক বিতরণ

চাঁদপুরের হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ ও মাছের পোনা অবমুক্ত এবং বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।  প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি । তিনি  বলেন,‘আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের হয়ে কথা বলার ও কাজ করা সুযোগ করে দিয়েছেন। আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন তাই কাজ করা সুযোগ পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় গরীব অসহায় মানুষের জন্য মন কাঁধে।’

রোববার ১১ সেপ্টেম্বর সকাল হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহবুব রশিদ এর পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, হাইমচর উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মো.হুমায়ুন কবির প্রধানীয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.জাহাঙ্গীর হোসেন বেপারী, চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.মাসুদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ডিডি আ.ছাত্তার,জেলা মৎস্য অফিসার মো.মেহেদী হাসান,চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো.আসিফ মহিউদ্দিন,ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জাহিদুল ইসলাম রোমান,চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুব লীগের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী মাঝি, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.হুমায়ুন পাটওয়ারী, গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হাবিবুর রহমান গাজী,আলগী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আতিকুর রহমান পাটওয়ারী, হাইমচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.জুলহাস সরকার, নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.সউদ আল নাসেরসহ বিভিন্নদপ্তরের অফিসাররা।

মো.ইসমাইল হোসেন
১১ সেপ্টেম্বর ২০২২