Home / আন্তর্জাতিক / কোস্টারিকায় ৬ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্প
কোস্টারিকায় ৬ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্প
প্রতীকী

কোস্টারিকায় ৬ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর আমেরিকার দেশ কোস্টারিকা। এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় রোববার রাত সাড়ে ৮টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৬ দশমিক ৫।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জপির সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কোস্টারিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে। ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে কম্পনটি উৎপত্তি হয়। কেন্দ্রস্থলের কাছেই দেশটির পর্যটন শহর জ্যাকো অবস্থিত।

এদিকে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করেনি প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।

এ বিষয়ে ম্যাট হগ্যান নামের এক স্থানীয় বাসিন্দা সংবাদমাধ্যম এবিসিকে জানায়, ভূমিকম্পে বেশ ঝাঁকুনির সৃষ্টি হয়। সমুদ্রের পানি প্রায় দুই ফুট ওপরে উঠে আসে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১০ : ৪৫ এএম, ১৩ নভেম্বর, ২০১৭ সোমবার
এইউ

Leave a Reply