Home / চাঁদপুর / কোটা সংস্কারের দাবিতে চাঁদপুরেও ছাত্রজনতার মিছিল-মানববন্ধন
kouta niroon

কোটা সংস্কারের দাবিতে চাঁদপুরেও ছাত্রজনতার মিছিল-মানববন্ধন

সারাদেশের ন্যায় চাঁদপুরেও কোটা সংস্কারের দাবি নিয়ে সোচ্চার হয়ে উঠেছে ছাত্রজনতা। সোমবার (৯ এপ্রিল) সকাল ১১টায় চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ প্রাঙ্গন থেকে শিক্ষার্থীদের একটি খণ্ড মিছিল শুরু হয়ে চাঁদপুর প্রেসক্লাবে এসে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীরা মিছিল বের করে প্রথমে চাঁদপুর সরকারি কলেজের সামনে এসে মানববন্ধন করে। পরে তারা স্লোগান দিতে দিতে মহিলা কলেজ হয়ে শপথ চত্বরে এসে দ্বিতীয়বার মানবন্ধন করে।

সেখানে কিছুক্ষণ অবস্থানের পর চাঁদপুর প্রেসক্লাবে এসে শিক্ষার্থীরা তৃতীয়বারের মতো মানববন্ধনে অংশ নেয়। সেখানে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, কোটা সংস্কার এখন সময়ের দাবি। মেধাবীদের মূল্যায়ন না করলে দেশ পিছিয়ে পড়বে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই।

এসময় তাদের হাতে কোটা সংস্কারের পক্ষে নানা দাবি সংবলিত লিফলেট, হাতে লেখা পোস্টার দেখা যায়। এছাড়া শিক্ষার্থীদের অনেকেই সোস্যাল মিডিয়া কোটা সংস্কারের পক্ষে নানা দাবি তুলেছেন।

স্টাফ করেসপন্ডেন্ট