Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে তিন মণ মিষ্টি ও ১০০ কেজি দধিতে কেরোসিন ঢেলে বিনষ্ট
কেরোসিন তেল ঢেলে বিনষ্ট, কেরোসিন তেল

ফরিদগঞ্জে তিন মণ মিষ্টি ও ১০০ কেজি দধিতে কেরোসিন ঢেলে বিনষ্ট

চাঁদপুরের ফরিদগঞ্জ সদর ও গৃদকালিন্দিয়া বাজারে বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান করেছে। অভিযানে আজিজিয়া ও ইসলামীয়া হোটেলের প্রায় তিন মণ মিষ্টি ও প্রায় ১০০ কেজি দধি কেরোসিন তেল ঢেলে বিনষ্ট করা হয়।

১৮ জানুয়ারি সোমবার বিকেলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত মো.মোস্তফা কামাল হোসেন এর উপস্থিতিতে উপজেলার গৃদকালিন্দিয়া বাজারের আজিজিয়া ও ইসলামিয়া হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও খাদ্যের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ভোক্তাঅধিকার আইন এবং বিএসটিআই এর অনুমোদন না থাকায় পৃথক দুটি মামলা(২০১৩ এর ৩৩/৩৫ ধারায়) করা হয়।

এদিকে সন্ধ্যায় উপজেলা সদরের ওয়ানস্টার হোটেল, শাহী হোটেল, হাজী আউয়াল সুইটস,আরাফাত কনফেকশনারী, মৌচাক কনফেকশনারী,জনতা হোটেলকে সর্তক করে দেয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার রেজাউল করিম, বিএসটিআই কর্মকর্তা শহিদুল ইসলাম, নিরাপদ খাদ্য অধিদপ্তরের আনিছুর রহমান এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে আজিজিয়া হোটেলের ম্যানেজার মঞ্জুর আলম জানান,বিএসটিআই ও পরিবেশে অধিদপ্তরের অনুমোদন নিতে হয় এবিষয়ে তিনি জানেনা।

প্রতিবেদক:শিমুল হাছান,১৮ ডিসেম্বর ২০২১