Home / আন্তর্জাতিক / কৃষি খাতে বাংলাদেশী কর্মীদের বিবেচনা করা হবে : জর্ডানের কৃষিমন্ত্রী
jordan-..

কৃষি খাতে বাংলাদেশী কর্মীদের বিবেচনা করা হবে : জর্ডানের কৃষিমন্ত্রী

জর্ডানের কৃষিমন্ত্রী খালিদ হুনেইফাতের সঙ্গে বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান তাঁর দুতাবাসে এক সৌজন্য সাক্ষাত শেষে জানান, জর্ডানের কৃষিমন্ত্রী তাঁর দেশের কৃষি খাতের উন্নয়নে বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে পর্যালোচনা করেন এবং কৃষি খাতে বাংলাদেশী কর্মীদের নিয়োগে বিবেচনা করা হবে বলে জানান।

তিনি বলেছেন,‘জর্ডান ও বাংলাদেশের মধ্যে কৃষি অভিজ্ঞতা বিনিময় দু’দেশেরই অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।

সোমবার ১২ জুলাই জর্ডানের রাজধানী আম্মানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহানের সঙ্গে বৈঠকে কৃষিমন্ত্রী খালিদ হুনেইফাত এ কথা বলেন।

উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার সময় বাংলাদেশের রাষ্ট্রদূত বর্তমানে জর্ডানের পোশাক খাতে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীর সঙ্গে কৃষিক্ষেত্রেও বাংলাদেশের অংশগ্রহণের আগ্রহের কথা তুলে ধরেন।

তিনি বলেন,‘মধ্যপ্রাচ্যে অনেক দেশে সবুজায়ন ও কৃষিকাজে বাংলাদেশি কর্মীরা বেশ দক্ষতার পরিচয় দিচ্ছেন। কৃষিকাজের অভিজ্ঞতার কারণে মধ্যপ্রাচ্য ছাড়াও ইউরোপ ও আফ্রিকার অনেক দেশেই বাংলাদেশি কৃষি কর্মীদের চাহিদা রয়েছে। কাজেই জর্ডান সরকার তার দেশের কৃষিক্ষেত্রের উন্নয়নে বাংলাদেশি কৃষিকর্মীদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর বিষয়টি বিবেচনা করতে পারে।’

বার্তা কক্ষ,জুলাই ১৩ ২০২১

এজি