Home / চাঁদপুর / “কৃষকদের ট্যাক্স দিতে হবে” এ বক্তব্য থেকে সরে আসতে হবে
“কৃষকদের ট্যাক্স দিতে হবে” এ বক্তব্য থেকে সরে আসতে হবে

“কৃষকদের ট্যাক্স দিতে হবে” এ বক্তব্য থেকে সরে আসতে হবে

গত ১০ জুন শনিবার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলের এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন ‘কৃষকদের ট্যাক্স দিতে হবে ও আখ চাষ বন্ধ করতে হবে’। তার এ বক্তব্যের সাথে দ্বিমত পোষণ ও প্রতিবাদ করে বিবৃতি দিয়েছে চাঁদপুর জেলা কৃষকদল।

এক প্রেস বিজ্ঞপ্তিতে চাঁদপুর জেলা কৃষকদলের সভাপতি মুহাম্মদ এনায়েত উল্লাহ খোকন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, ‘বাংলাদেশ কৃষি প্রধান দেশ, হাজারো বছরের ইতিহাস বিশ্লেষণে দেখা যায় এ দেশের অর্থনীতি কৃষির ওপর অনেকটা নির্ভরশীল। বর্তমানে আমাদের কৃষিখাত চ্যালেঞ্জর মুখোমুখি। প্রতিনিয়ত হাজার হাজার একর কৃষি জমি শিল্পায়ন, নগরায়ন, রাস্তাঘাট, অধিক জনসংখ্যার বাসস্থান সংকুলানের জন্য কৃষি জমি ধ্বংস হচ্ছে। কৃষি উৎপাদন খাতে ব্যয় বেড়েই চলছে। সার, বীজ, কীটনাশক ও শ্রমের মূল্য দ্বিগুণ থেকে বহুগুণে বৃদ্ধি পাচ্ছে। আবার কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। দিনের পর দিন কৃষক লোকসান গুণছে। শুধুমাত্র পেশা ও পৈত্রিক ভূমি রক্ষায় জীবনবাজি রেখে হাড়ভাঙা পরিশ্রমের মাধ্যমে এখনো কৃষি ও কৃষক বেচে আছে। ধানের মতো বাংলাদেশের গুরুত্বপূর্ণ ফসলের ন্যায্য মূল্য না পেয়ে রাজপথে কৃষকরা ধান ছিটিয়ে প্রতিবাদ করার ঘটনাও ঘটেছে।

অর্থমন্ত্রীর আখ চাষের বক্তব্যের বিষয়ে নেতৃবৃন্দ জানান, ‘আখ বাংলাদেশের ঐতিহ্যবাহী ও অন্যতম অর্থকারী ফসল। অঞ্চলবেধে বিভিন্ন স্থানে আখ ভালো উৎপাদন হয়। অথচ অর্থমন্ত্রী আখ চাষ বন্ধ করার কথা কেনো বললেন তা বোধগম্য নয়। পৃথিবীর বিভিন্ন দেশে কৃষি ও কৃষক বাঁচিয়ে রাখার জন্য উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য সরকার নিশ্চিত করেন। একদানা ফসলও বিনষ্ট হতে দেয় না। কিংবা কৃষককে লোকসানের মুখোমুখি হতে দেয় না। যেখানে সার, বীজ, ডিজেল ও বিদ্যুদের ঊর্ধ্বগতি আবার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্যের অভাব। এছাড়া পাকৃতি দুর্যোগে কৃষিখাত চ্যালেঞ্জ থেকে চ্যালেঞ্জের মুখোমুখি অবস্থায় রয়েছে। যার ফলে কৃষক হচ্ছে স্বর্বশান্ত।’

তারা আরো জানান, ‘কৃষখাতে ভর্তুকির কথা বললেও কৃষক তার সুফল পাচ্ছে না। এ অবস্থায় বাংলাদেশ কৃষি ও কৃষক রক্ষায় নতুন ভর্তুকিযুক্ত প্রকল্প। সেখানে কৃষকদের কাছ থেকে ট্যক্স নেয়ার কথা বলে পরিশ্রমি কৃষকরা চাষাবাদে নিরুৎসাহিত হবে, ধ্বংস হবে কৃষিখাত।’

নেতৃবৃন্দ সরকারের প্রতি ট্যাক্স আদায় ও আখ চাষ বন্ধের বক্তব্য ও পরিকল্পনা থেকে সরে আসার আহবান জানান।

প্রেস বিজ্ঞপ্তি : আপডেট, বাংলাদেশ সময় ০৪:০০ পিএম, ১৩ জুন ২০১৬, সোমবার
ডিএইচ