Home / সারাদেশ / কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি ফলাফল
কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি ফলাফল

কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি ফলাফল

কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার শতকরা ৬৫ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯শ’ ৪৪ জন। এ বছর বোর্ডের আওতাধীন ছয় জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩ হাজার ৬শ’ ৬৬ জন।এ বোর্ডে এ বছর পাস করেছে ৬৭ হাজার ৮শ ২০ জন। ফেল করেছে ৩৫হাজার ৮৪৬জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশে বেশী। কুমিল্লা বোর্ডে গত চারবছরের ফলাফল বিশ্লেষনে চলতি বছরের পাশের হার বেড়েছে।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান জানান, এ বোর্ডের অধীন ৬টি জেলার ৩শ’ ৮১ টি কলেজের মধ্যে এ বছর ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। কেউ পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দুটি।কলেজ দু’টি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজ্ এবং লক্ষ্মীপুর জেলার কমলনগর কলেজ।

বিষয় ভিত্তিক ফলাফল বিশ্লেষণে ইংরেজীতে ফলাফল খারাপ করেছে এ বোর্ডে। এ বিষয়ে শতকরা ৭৩ দশমিক ৩৫ জন পরীক্ষার্থী পাশ করেছে।

এবছর বিজ্ঞান বিভাগের পাশের হার শতকরা ৮৩ দশমিক ০৫ শতাংশ, মানবিক বিভাগে শতকরা ৫৬ দশমিক ৬১ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পাশের হার শতকরা ৬৫ দশিমক ১৩ শতাংশ।

২০১৭ সালে এইচএসসি পরীক্ষায় এ বোর্ডে পাশের হার ছিল ৪৯ দশমিক ৫২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৬শ’ ৭৮জন। এদিকে ২০১৪ সালে ২ হাজার ৬শ’ জন জিপিএ ৫ পেয়েছিলো, ২০১৫ সালে ১ হাজার ৪শ ৫২ জন, ২০১৬ সালে জিপিএ-৫ পেয়েছিলো ১ হাজার ৯শ ১২ জন।

প্রতিবেদক : জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা

Leave a Reply