অবশেষে অনেক নাটকীয়তার মধ্য দিয়ে গতকাল সোমবার রাতে ঘোষণা করা হয়েছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কমিটি।
নতুন এই কমিটিতে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুরাদনগর উপজেলার মো.রুহুল আমিনকে সভাপতি এবং যুগ্ম -সাধারণ সম্পাদক দেবিদ্বার উপজেলার রোশন আলী মাস্টারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নতুন কমিটির সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার।
দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা আজ আনুষ্ঠানিকভাবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলেও তিনি জানান।
সোমবার সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার মহিলা কলেজ মাঠে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে কমিটি ঘোষণা করার কথা ছিলো। তবে, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের অধীনস্ত ৭টি উপজেলার কাউন্সিলরদের তালিকা সম্পূর্ণ না হওয়ায় সম্মেলনে কমিটি ঘোষণা না করে ওইদিন দুপুরে সভাস্থল ত্যাগ করেন কেন্দ্রীয় নেতারা। এরপর থেকেই বাকী সময়টি ছিলো স্থানীয় নেতাকর্মীদের জন্য শ্বাসরুদ্ধকর। অবশেষে সোমবার রাতে কেন্দ্রীয় নেতারা ঢাকায় নতুন এই কমিটি ঘোষণা করেন।
জাহাঙ্গীর আলম ইমরুল,ডিসেম্বর ১০,২০১৯।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur