Home / সারাদেশ / কুমিল্লায় যৌথবাহিনীর টহলেও সড়কে মানুষের উপস্থিতি লক্ষণীয়
কুমিল্লায়

কুমিল্লায় যৌথবাহিনীর টহলেও সড়কে মানুষের উপস্থিতি লক্ষণীয়

কুমিল্লায় লকডাউনকে উপলক্ষে জেলা ও উপজেলা সদর গুলোতে মোতায়েন ছিলো আইনশৃঙ্খলা বাহিনী। সর্বসাধারণকে লকডাউন মেনে চলায় বাধ্য করতে জেলা শহরসহ উপজেলা সদর সড়কগুলোতে দিনভর যৌথবাহিনীর টহল থাকার পরও রাস্তাঘাটে মানুষের উপস্থিতি ছিলো লক্ষণীয়।

দিনভর জেলার ১৭ উপজেলায় দোকানপাট বন্ধ ছিলো। তা সত্বেও নানাহ অজুহাতেই মানুষকে বাইরে বের হতে দেখা গেছে।

আরও পড়ুন… কুমিল্লায় একদিনেই ১২৫ জনের করোনা শনাক্ত

কুমিল্লা জেলায় সংক্রমণ উর্দ্ধগতি থাকার পরও মানুষের উদাসীনতা নিয়ে শংকা প্রকাশ করেছে জেলা প্রশাসনসহ স্বাস্থ্যবিভাগ।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান- লকডাউন নির্দেশনা মানাতে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। জেলা পুলিশ ছাড়াও বিজিবির চারটি টহল দল ও জেলায় সেনাবাহিনীর ৯টি টিম টহল দিচ্ছেন।

কুমিল্লার ১৭টি উপজেলায় প্রত্যেক উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনাসহ অতিরিক্ত মোবাইল টিম কাজ করছে। লকডাউনে কঠোরতা আরোপ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে তৎপরতা থাকবে বলেও জানান তিনি।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,১ জুলাই ২০২১