Home / সারাদেশ / কুমিল্লায় করোনা ও শ্বাসকষ্টে চাঁদপুরের একজনসহ তিনজনের মৃত্যু
মেডিকেল কলেজ হাসপাতাল

কুমিল্লায় করোনা ও শ্বাসকষ্টে চাঁদপুরের একজনসহ তিনজনের মৃত্যু

করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিত্সার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়ে একজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া শ্বাসকষ্ট নিয়ে তিনজন মারা গেছেন। এর মধ্যে দুজন পুরুষ ও দুজন মহিলা। হাসপাতালের পরিচালক মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লায় কোভিড-১৯ হাসপাতালে ৪৬ দিনে মারা গেছেন ২৩৬ জন। দৈনিক গড়ে মারা গেছেন পাঁচজনের বেশি লোক ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) চতুর্থ তলায় গতকাল শনিবার রাত দেড়টায় মারা যান কুমিল্লার লাকসাম উপজেলার এক নারী (৪০)। এর আগে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাত ৮টা ৪০ মিনিটে মারা যান চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ৫৫ বছরের এক পুরুষ এবং হাসপাতালের করোনা ওয়ার্ডে রাত আটটায় উপসর্গ নিয়ে মারা গেছেন কুমিল্লা সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরি এলাকার এক নারী (৫০)।

এদিকে হাসপাতালের পঞ্চম তলায় আইসিইউতে শনিবার বেলা তিনটায় করোনা পজিটিভ হয়ে মারা যান কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৮৫ বছরের এক পুরুষ।

বার্তা কক্ষ, ২০ জুলাই ২০২০