Home / সারাদেশ / কুমিল্লায় করোনা আক্রান্তের হার ঊর্ধ্বমুখী
করোনা

কুমিল্লায় করোনা আক্রান্তের হার ঊর্ধ্বমুখী

কুমিল্লায় কোভিড আক্রান্তের হার আবারও ঊর্ধ্বমূখী। বর্তমান করোনা পরিস্থিতি, ভ্যাকসিনেশন ও স্বাস্থ্য বিভাগের সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে কুমিল্লার স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন ডাক্তার মীর মোবারক হোসেন।

করোনা মহামারির ৩য় ধাপ ওমিক্রন প্রতিরোধে গৃহীত ব্যবস্থাপনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন সিভিল সার্জন।

তিনি জানান বিগত কয়েক মাসে কুমিল্লায় করোনা পজেটিভের হার নিম্নগামী থাকলেও গত এক সপ্তাহ যাবৎ করোনা পজেটিভের হার বাড়ছে এবং বুধবার করোনা পজেটিভের হার বেড়ে ১৩.৭ ভাগে দাঁড়িয়েছে।

ওমিক্রন প্রতিরোধে জেলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

সভায় জানানো হয়, জেলার ৬৩ লাখ ৭১ হাজার ১৫৩ জন জনসংখ্যার মধ্যে ২৬ লাখ ৪৪ হাজার ১১২ জনের রেজিস্ট্রেশন করা হয়েছে। এর মধ্যে ২৮ লাখ ৭২ হাজার ৯৩৬ জনকে প্রথম ডোজ এবং ১৯ লাখ ১৩ হাজার ৫০২ জনকে ২য় ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

প্রতিবেদকঃ জাহাঙ্গীর আলম ইমরুল, ১৩ জানুয়ারী ২০২২