Home / সারাদেশ / কুমিল্লায় অনাহারে অর্ধাহারে দিন কাটছে বেদে সম্প্রদায়ের
কুমিল্লায় অনাহারে

কুমিল্লায় অনাহারে অর্ধাহারে দিন কাটছে বেদে সম্প্রদায়ের

কুমিল্লায় করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারী নির্দেশনা মেনে কাজ-কর্মহীন অবসর জীবনযাপন করছেন বেদে সম্প্রদায়ের লোকজন। প্রায় দুই সপ্তাহ ধরে সামাজিক দূরত্ব বজায় রেখে বসে থাকায় বিপাকে পড়েছেন কর্মহীন এসব মানুষগুলো। সরকারি সাহায্যও পৌছেনা বেদে পল্লীতে।

গ্রামে গ্রামে ঘুরে নানান রকম সামগ্রি বিক্রির পাশাপাশি ঝাড়ফোঁকের বিনিময় যা কিছু উপার্জন হয়, তা দিয়েই চলে তাদের সংসার। কুমিল্লার মুরাদনগর উপজেলার গাজীর হাটের বেদে পল্লীর এমন চিত্র জেলার সব ক’টি বেদে পল্লীতেই।

এ অবস্থায় দৈনন্দিন উপার্জনের নির্ভরশীল এসব মানুষগুলো ডেড়ায় বসে থাকা ছাড়া বিকল্প কোনো কাজ নাথাকায় অনাহারে অর্ধাহারে কাটাচ্ছেন।

এদিকে প্রতিটি গ্রামের খেটে খাওয়া মানুষ গুলোর জন্যে সরকারী ভাবে বিভিন্ন ত্রাণ সামগ্রী বরাদ্ধ আসলেও,এসব ভাসমান মানুষ গুলোর নাম কোনো তালিকায় থাকে না। ফলে সরকারী সাহায্যও তারা পাচ্ছে না। তাদেরকে সরকারি সাহাহ্যের আওতাভুক্ত করার দাবি বেদে সম্প্রদায় এবং গাজীর হাট বাজার কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনসহ সচেতন মহলের।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,০১ এপ্রিল ২০২০