Home / সারাদেশ / কুমিল্লায় পুলিশ ম্যামোরিয়াল ডে পালিত
পুলিশ

কুমিল্লায় পুলিশ ম্যামোরিয়াল ডে পালিত

কুমিল্লায় পালিত হয়েছে পুলিশ ম্যামোরিয়াল ডে। কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের স্মরণে প্রতিবছর এ দিবসের আয়োজন করে বাংলাদেশ পুলিশ। তারই অংশ হিসেবে বুধবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ লাইন্সের কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে আয়োজন করা আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক শামীম আলম।

এসময় বিশেষ অতিথির বক্তব রাখেন ভিক্টোরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ ড. জাফর আহমেদ, কুমিল্লা পুলিশ লাইন্স ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট পুলিশ সুপার মিজানুর রহমান।

অন্যান্যের মধ্যে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর বাড়ীতে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশের সাব ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানের ছেলে মুস্তাফিজুর রহমান এবং ১৯৭৬ সালে কর্তব্যরত অবস্থায় নিহত সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান ভুইঞা এর স্ত্রী নারগিস আয়েশা খানম বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন অপরাধ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হাসান, ডিএসবি শাখার অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমানসহ পদস্থ কর্মকর্তাগণ।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১ মার্চ ২০২৩