Home / সারাদেশ / কুমিল্লায় ‘কথায় ও কবিতায় বিজয়গাঁথা’ শীর্ষক আবৃত্তি আলোচনা ও সম্মাননা
কবিতায়

কুমিল্লায় ‘কথায় ও কবিতায় বিজয়গাঁথা’ শীর্ষক আবৃত্তি আলোচনা ও সম্মাননা

মহান বিজয়ের মাসকে কেন্দ্র করে কুমিল্লায় অুনুষ্ঠিত হয়েছে ‘কথায় ও কবিতায় বিজয়গাঁথা’ শীর্ষক আবৃত্তি, আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের। সভাপতিত্ব করেন
প্রধানমন্ত্রীর কার্যালয়েল নির্বাহী প্রকৌশলী রিটন বড়ুয়া।

অনুষ্ঠানে মাছরাঙা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলসহ অন্যান্যের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। ধ্বনী আবৃত্তি স্কুল ও ধ্বনী আবৃত্তি চর্চাকেন্দ্রের শিশু-কিশোর শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন আবৃত্তি সংসগঠনের বাচিক শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন এবং ‘বিজয়গাঁথা’ শীর্ষক আলোচনায় অংশ নেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কুমিল্লা জেলা শাখার সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কুমিল্লা মহানগর শাখার উপদেষ্টা হাসান ইমাম মজুমদার ফটিক, আবৃত্তি জোট, কুমিল্লা‘র
সভাপতি ও বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বদরুল হুদা জেনু, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ
আয়াজ মাবুদ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, কুমিল্লা জেলা সংসদ এর সভাপতি এবং কুমিল্লা কালচারাল কমপ্লেক্স এর সাধারণসম্পাদক শেখ ফরিদ আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ধ্বনি আবৃত্তি স্কুলের অধ্যক্ষ ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহতাব সোহেল, শুভেচ্ছা বক্তব্য দেন ঐতিহ্য কুমিল্লার সভাপতি মাছরাঙা
টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল এবং শাহ জাবেদুল হক সাগর।

পরে সম্মাননা ক্রেস্ট প্রদান ও আবৃত্তি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর জামাল নাসেরসহ অন্যান্য অতিথিগণ। ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধ্বনী আবৃত্তি স্কুল ও ধ্বনী আবৃত্তি চর্চাকেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,২৯ ডিসেম্বর ২০২৩