Home / উপজেলা সংবাদ / কচুয়া / ৪৩ দিন কারাভোগের পর মুক্তি পেল কচুয়ার সেই হাফেজ
কারাভোগের পর

৪৩ দিন কারাভোগের পর মুক্তি পেল কচুয়ার সেই হাফেজ

৪৩ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হওয়া কচুয়ার সাতবাড়িয়া (রহিমানগর) তা’লীমুল কোরআন মাদ্রাসার শিক্ষক ওমর ফারুককে সংবর্ধনা দেয়া হয়েছে।

১২ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় কচুয়া জামেয়া আহমদিয়া মাদ্রাসা মিলনায়তনে এ সংবর্ধণা প্রদান করা হয়।

এসময় শাজুলিয়া দরবার শরীফের পীর শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলি,কচুয়া জামেয়া আহমদিয়া মাদ্রাসার মুহতামিম আবু হানিফ, মাওলানা মোহাম্মদ শরীফসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,গত ২৮ ডিসেম্বর সাতবাড়িয়া (রহিমানগর) তা’লীমুল কোরআন মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে বাবার দায়ের করা মামলায় ওই মাদ্রাসার শিক্ষক ওমর ফারুককে গ্রেফতার করা হয়।

হাফেজ ওমর ফারুক কচুয়া উপজেলা আকিয়ারা গ্রামের মোবারক হোসেনের ছেলে। ওই ঘটনায় ও মামলাটি ষড়যন্ত্রমুলক বলে দাবি করেন হাফেজ ওমর ফারুক।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১৩ ফেব্রুয়ারি ২০২১