Home / চাঁদপুর / কাবাডিতে চাঁদপুর সদরকে হারিয়ে ফাইনালে কচুয়া
কাবাডিতে চাঁদপুর সদরকে হারিয়ে ফাইনালে কচুয়া

কাবাডিতে চাঁদপুর সদরকে হারিয়ে ফাইনালে কচুয়া

চাঁদপুর জেলা পুলিশ ও চাঁদপুর প্রবাহ অফসেট প্রেসের পৃষ্ঠপোষকতায় শনিবার (২৪ বিকেলে কাবাডি টুর্নামেন্টের ৫ম দিনের খেলা চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় কচুয়া উপজেলা ৪৫ পয়েন্ট-চাঁদপুর সদর উপজেলা ৪৪ পয়েন্ট। ফলাফল ১ পয়েন্টের ব্যবধানে চাঁদপুর উপজেলা দলকে হারালো কচুয়া উপজেলা দল। উভয় দলের খেলার পয়েন্টের মতই মাঠের খেলা ছিলও হাড্ডাহাড্ডি লড়াই।

প্রথমার্ধে এক দল এগিয়ে তো, দ্বিতীয়ার্ধে তাদের ছাড়িয়ে যাচ্ছে প্রতিপক্ষ দল। শেষ মুহূর্তে ১ পয়েন্টের ব্যবধানে চাঁদপুর উপজেলা কাবাডি দলকে হারিয়ে ফাইনাল খেলার নিশ্চিত টিকিট বুঝে নেয় কচুয়া উপজেলা কাবাডি দল।

খেলার প্রথমেই কচুয়া উপজেলা দল দারুন খেলা খেলে চাঁদপুর উপজেলা দলকে কাবু করে ফেলে। ফলে প্রথমার্ধ শেষে কচুয়া উপজেলা ৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে নিজেদের মেলে ধরতে থাকে চাঁদপুর তীব্র লড়াইয়ে নেমে নিজেদের পয়েন্ট এগিয়ে ৪৪-৪৪ পয়েন্টে সমান রাখে।

চাঁদপুর উপজেলা দলের খেলোয়াড়রা হলো : খোকা, রাজন, মাসুদ, নাছির, বিল্লাল, আবু বকর, হাসান, রানা, অর্নব ও আনা।

কচুয়া উপজেলা দলের খেলোয়াড়রা হলো : ওমর ফারুক, জাহিদ, মো. আল-আমিন, আরিফ, হান্নান, আলআমিন হোসেন, সোহাগ, আ.হালিম,এমরান ও হোসেন ।
এসময় মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, কাবাডি উপ-কমিটির সভাপতি আলহাজ্ব ওমর পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. শাহাজাহান তালুকদার শাহা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু প্রমুখ।

শরীফুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট

।। ০৯:৪২ পিএম, ২৮ নভেম্বর ২০১৫, শনিবার

ডিএইচ