Staff correspondent :
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বচনে মেয়র প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের জিআর ৪১ মামলার শুনানী হয়নি।
সোমবার ছিলো জুয়েলের জিআর মামলা ৪১ এর শুনানী। জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় অসুস্থ অবস্থায় আদালতে হাজির হন জুয়েল।
জানা যায়, কাজী জুয়েলের এ মামলার নথি জেলা জজ আদালতে থাকায় নিম্ন আদালতে শুনানি হয়নি। পরবর্তী ধার্য তারিখে এ মামলার শুনানী হবে বলে জানা গেছে। উল্লেখ্য এর আগের দিন রোববারও জিআর মামলার শুনানি হয়নি।
এদিকে কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচানে অংশ নিচ্ছেন। এ বিষয়ে নেতাকর্মীদেরকে নিকটত্মায়ীদের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur