Thursday, 16 July, 2015 09:47:49 PM
আশিক বিন রহিম:
চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মাঝি কর্তৃক জাকাতের কাপড় বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের পুরানবাজার দাত্যব্য চিকিৎসালয়ে কাপড় বিতরণ করা হয়। প্রায় ১ হাজার গরীব ও দুস্থদের মাঝে কপড় তুলে দেন চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মাঝি। এ সময় শৃঙ্খলাপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে বিভিন্ন বয়সের নারীদের কাপড় নিতে দেখা যায়।
কাপড় বিতরণ অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।