ফরিদগঞ্জ

‘আমাদের ফরিদগঞ্জ : ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের প্রকাশনা উৎসব

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাকে নিয়ে অমৃত ফরহাদ রচিত ‘আমাদের ফরিদগঞ্জ : ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের প্রকাশনা উৎসব বুধবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে সম্পন্ন হয়েছে।

প্রকাশনা প্রতিষ্ঠান জেব্রাক্রসিং কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মঈনুল হাসান।

তিনি বলেন, ‘চাঁদপুর জেলার মধ্যে ফরিদগঞ্জ একটি সমৃদ্ধ উপজেলা। প্রাচীন ঐতিহ্য-সমৃদ্ধ কিছু পুরাকীর্তি ও প্রতœতত্ত্ব এখানে রয়েছে। এসব পুরাকীর্তি সম্পর্কে এবং পুরো উপজেলাকে একটি বইয়ের মলাটে তুলে আনার যে কৃতিত্ব লেখক অমৃত ফরহাদ দেখিয়েছেন, সেজন্য তিনি সাধুবাদ পাবার দাবি রাখেন।’

মি. মঈনুল বলেন, ‘উক্ত বইটি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানের বুক-শেলফে জায়গা করে নেয়ার মতো একটি বই। শুধু তাই নয়, এটি ফরিদগঞ্জের বাহিরের মানুষের জন্যও গুরুত্বপূর্ণ। এই বইটি ফরিদগঞ্জের মানুষের এবং পরবর্তী প্রজন্মের গবেষকদের কাছে একটি আকর (উৎস, মূল) গ্রন্থ হিসেবে টিকে থাকবে বলে আমার বিশ্বাস।’

প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন জেব্রাক্রসিং প্রকাশন-এর প্রকাশক মো. নজরুল ইসলাম।

বিতার্কিক রাসেল হাসান এর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান,

ফরিদগঞ্জ এ.আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ধানুয়া ছালেহিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ শরীফ মো. তাজাম্মল হোসেন মজুমদার, চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি নাছির পাঠান, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষাবিদ মকবুল আহমেদ বিএসসি, উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান,

বিশিষ্ট সাহিত্যিক মোস্তফা কামাল মুকুল, ডিপিওডির পরিচালক মমতাজ উদ্দিন মিলন, রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মশিউর রহমান মনা, কালিরবাজার কলেজের শিক্ষক লিটন কুমার দাস, সায়েন্টিফিক স্কুলের প্রধান শিক্ষক আক্তার হোসাইন, তরুণ কবি পাভেল আল ইমরান, কবি ও আবৃত্তিকার মামুন অপু প্রমুখ।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লেখক অমৃত ফরহাদ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রকাশক ও লেখক।

করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি, ২০১৯

Share