Home / উপজেলা সংবাদ / কচুয়া সাচার ডিগ্রি কলেজে নতুন অধ্যক্ষ মনোনীত
সাচার

কচুয়া সাচার ডিগ্রি কলেজে নতুন অধ্যক্ষ মনোনীত

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐহিত্যবাহী সাচার ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে অ্যাডভোকেট আলহাজ্ব মোহাম্মদ মহসীন কবীর মনোনীত হয়েছেন। ৩০ জুলাই শনিবার ওই কলেজের অধ্যক্ষ নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কলেজের সাবেক উপাধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষানুরাগী অ্যাডভোকেট আলহাজ¦ মোহাম্মদ মহসীন করীর কে অধ্যক্ষ পদে মনোনীত করেন নিয়োগ নির্বাচনী বোর্ড।

এ সময় সাচার ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি, একুশে পদক প্রাপ্ত ও চট্রগ্রাম বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষানুরাগী ড. মুনতাসীর মামুন,জাতীয় বিশ^বিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন,চাঁদপুর সরকারী কলেজের অধ্যক্ষ,অধ্যাপক অসিত বরণ দাশ, সাচার ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য ও সাবেক যুগ্ম সচিব মো. রফিকুল ইসলাম ও বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দনা সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কচুয়া উপজেলার সাচার গ্রামের অধিবাসী বীর মুক্তিযুদ্ধা,সাবেক ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য ও সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক প্রয়াত চাঁদ মিয়ার সুযোগ্য সন্তান মোহাম্মদ মহসীন করীর ১৯৯৯ ইং সালের ২ ফেব্রুযারী সাচার ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি একই কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনসহ সর্বশেষ ৩০ জুলাই নিয়োগ পরীক্ষায় পূর্নাঙ্গ অধ্যক্ষ হিসেবে মনোণীত হন।

অধ্যক্ষ মোহাম্মদ মহসীন করীর ঢাকা বার সদস্য পদ ছেড়ে তৎকালীন সময়ে এলাকার শিক্ষা বিস্তারে চাহিতে মেটাতে সাচার ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ হিসেবে মহান শিক্ষকতার পেশায় যোগদান করে অত্যন্ত সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করছেন। কচুয়ার ঐহিত্যবাহী সাচার ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে তাঁর এ নয়া দায়িত্ব পালনে তিনি কলেজের শিক্ষক, অভিভাবক,শিক্ষার্থী ও এলাকার সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ জুলাই ২০২২