‘শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ’ এ স্লোগানে মুজিববর্ষ উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নে ‘গ্রাহক সমাবেশ ও আলোর ফেরিওয়ালা কার্যক্রম’ উদ্বোধন করা হয়েছে।
১১ মার্চ বুধবার চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কচুয়া জোনাল অফিসের আয়োজনে ও ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগের সার্বিক ব্যবস্থাপনায় পালাখাল বাজারস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম খোকা।
তিনি বলেন,‘আগে বিদ্যুৎ সংযোগ পেতে গ্রাহকগন পল্লী বিদ্যুৎ অফিসে যেতেন। কিন্তু বর্তমানে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের কাছে যাচ্ছেন। এটি একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিইচ্ছার কারনেই সম্ভব হচ্ছে। বিদ্যুৎ ব্যবহারে আমাদের সকলকে নিয়ম মেনে চলতে হবে। তাহলে আগামী বার্ষিক সমাবেশে আপনাদের মডেল চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগের নেতৃত্বে আমার বিশ্বাস পুরস্কৃত হবেন।’
ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম,এরিয়া পরিচালক ডা: গুরুপদ দে জুয়েল, সহকারী জুনিয়র ইঞ্জি: নরোত্তম দেবনাথ,ওয়ারিং পরিদর্শক জিয়াউল ইসলাম প্রমুখ।
এ কার্যক্রমের আওতায় ওই ইউনিয়নের প্রায় ২ শতাধিক গ্রাহকের মাঝে নির্ধারিত ফি জমা দেয়ার ৫ মিনেটের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
জিসান আহমেদ নান্নু,১১ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur