Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ৪০ বছরের সম্পত্তিগত বিরোধ নিষ্পত্তি করলেন ইউপি চেয়ারম্যান
বছরের

কচুয়ায় ৪০ বছরের সম্পত্তিগত বিরোধ নিষ্পত্তি করলেন ইউপি চেয়ারম্যান

চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা গ্রামের বোনের সাথে বোনের প্রায় ৪০ বছরের সম্পত্তিগত বিরোধ মীমাংসা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৮নং কাদলা ইউপি চেয়ারম্যান মো. নূরে-ই আলম রিহাত তার কার্যালয়ে সালিশ বৈঠকের মাধ্যমে দীর্ঘদিনের এ সম্পত্তিগত বিরোধ নিষ্পত্তি করেন।

জানা গেছে, মনপুরা গ্রামের মৃত. আব্দুল মজিদের মেয়ে নিলুপা খাতুন লিলি তার বাবার পৈর্তৃক সম্পত্তি ফিরে পেতে বড় বোন আয়মা বেগমের বিরুদ্ধে কাদলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গ্রাম আদালতে একটি অভিযোগ দায়ের করেন।

পরবর্তীতে ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত উভয় পক্ষ ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বৃহস্পতিার তাঁর কার্যালয়ে গ্রাম আদালতে বিষয়টি শান্তিপূর্ন সমাধান করেন। তাঁর সমাধানে উভয় পরিবার খুশি এবং ইউপি চেয়ারম্যান নুরে-ই আলম রিহাতের এমন প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ।

এসময় সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন,আওয়ামী লীগ নেতা রুহুল আমিন,সমাজসেবক মোহাম্মদ আলী মাষ্টার,নজরুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ জুন ২০২২