Home / চাঁদপুর / চাঁদপুরে ১দিনে ১৮ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ ও ৫ জনের দাখিল
Chandpur DC Office
প্রতীকী ছবি

চাঁদপুরে ১দিনে ১৮ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ ও ৫ জনের দাখিল

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ সামনে রেখে চাঁদপুরে শুরু হয়ে গেছে উৎসবমূখর নির্বাচনি আমেজ। চারদেয়াল কিংবা উন্মুক্তস্থানের চায়ের টেবিল থেকে সভা সেমিনারে চলছে নির্বাচনি গুঞ্জন।

তবে সবচেয়ে বেশী নির্বাচনী পরিবেশ লক্ষ্য করা গেছে চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার কার্যালয় এলাকায়। চলতি সপ্তাহজুড়ে সকাল থেকে বিকেল পর্যন্ত সেখানে হাজার হাজার লোকসমাগম হচ্ছে। প্রার্থীরা দলীয় শত শত নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সেখানে মনোনয়ন পত্র সংগ্রহ এবং জমা দিতে আসছেন। ফলে চাঁদপুর জেলা রির্টানিং অফিসের আশপাশজুড়ে দেখা দিয়েছে উৎসবমূখর নির্বাচনি পরিবেশ।

মঙ্গলবার (২৭ নভেম্বর) চাঁদপুর রিটার্নিং অফিসার কার্যালয় থেকে প্রাপ্ততথ্যে জানা যায়, মঙ্গলবার বিভিন্ন দলের প্রার্থীরা চাঁদপুরের ৫ টি আসনের ১৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ ও ৫ জন প্রার্থী দাখিল করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন, চাঁদপুর-১ এর গনফোরাম প্রার্থী মোহাম্মদ আজাদ হোসেন পিতা মৃত মিজানুর রহমান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মোহাম্মদ নুরুল আলম মজুমদার পিতা: মৃত মোঃ আবুল হাসেম মজুমদার ও জাতীয় পার্টি প্রার্থী মোঃ এনামুল হক পিতা: মোঃ শরিফুল আলম।

চাঁদপুর-২ এর স্বতন্ত্র প্রার্থী মোঃ খায়রুল হাসান পিতা: মোঃ ইসমাইল হোসেন, হাফেজ আলী পিতা: সামছুদ্দিন মুন্সি, জাতীয় পার্টি প্রাথী মো: এমরান হোসেন পিতা: মৃত তোফাজ্জল হোসেন মিয়া, আওয়ামীলীগ প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া পিতা মৃত আলী আহম্মদ মিয়া ও ইসলামী ঐক্যজোট প্রথর্ীি মনির হোসেন চৌধুরী পিতা মৃত মো: রজব আলী চৌধুরী ।

চাঁদপুর-৩ এর জাকের পার্টি প্রার্থী দেওয়ান কামরুন্নেছা স্বামী মৃত আক্তারুজ্জামান, বিএনপি প্রার্থী এসএ সুলতান পিতা মরহুম আলহাজ¦ এম এ সুলতান, নাগরিক ঐক্য প্রার্থী মো: ফজলুল হক সরকার পিতা হাজী পিয়ার আলী, গনফোরাম প্রার্থী সেলিম আকবর, পিতা আব্দুল ফজল ও জাতীয় পার্টি প্রার্থী মো: দেলোয়ার হোসেন পিতা দূর্লভ খান।

চাঁদপুর-৪ এর বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী মো: মাহবুবুর রহমান ভূঁইয়া, পিতা: মৃত ফজলুর রহমান ভূঁইয়া ও
জাতীয় পার্টি প্রাথী মো: মনিরুল ইসলাম মিলন পিতা মৃত মো জামাল হোসেন পাটওয়ারী।

চাঁদপুর-৫ এর জাকের পার্টি প্রার্থী মো: ওবায়েদ মোল্লা পিতা মৃত জাফর আলী মোল্লা, জাসদ প্রার্থী মো: মনির হোসেন মজুমদার পিতা মৃত সেকান্দার আলী মজুমদারও বিএনপি প্রার্থী এম এ মতিন পিতা মৃত জুনাব আলী মিয়া।

যারা মনোনয়ন ফরম দাখিল করেছেন: চাঁদপুর-১ এর আওয়ামীলীগ প্রার্থী গোলাম হোসেন পিতা মো: রফিউদ্দিন মিয়া। চাঁদপুর-২ এর বিএনপি প্রার্থী মোঃ জালালউদ্দিন পিতা: ছায়েদ আলী হাওলাদার। চাঁদপুর-৩ এর আওয়ামীলীগ প্রার্থী ডা. দিপু মনি পিতা মৃত এম এ ওয়াদুদ ও বাসদ প্রার্থী শাহজাহান তালুকদার পিতা ফজলুল হক তালুকদার। এবং চাঁদপুর-৪ এর বাসদ প্রার্থী এম আনিছুজ্জামান ভূঁইয়া রানা পিতা নুরুজ্জামান ভূঁইয়া।

প্রতিবেদক- আশিক বিন রহিম
২৭ নভেম্বর, ২০১৮