Home / উপজেলা সংবাদ / কচুয়ায় সিরাজ মাওলা বীরউত্তমের মৃত্যু : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
Shok

কচুয়ায় সিরাজ মাওলা বীরউত্তমের মৃত্যু : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁদপুরের কচুয়ার কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম মাওলা বীরউত্তম আর বেঁচে নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

তিনি বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম পশ্চিম ফিরোজ শাহ কলোনীর বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে শুক্রবার বাদ জুমা রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে মরহুমের লাশ তাঁর গ্রামের বাড়ি কচুয়ার নাউপুরা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কুমিল্লা সেনানিবাস ১৬ বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড লে. কর্নেল মো. তৌফিকের নেতৃত্বে সৈনিকরা মরহুমের কফিনে গার্ড অব অনার (সম্মান) প্রদর্শন করেন।

এসময় কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ জাবের মিয়া, ইউপি চেয়ারম্যান আমির হোসেন, মরহুমের বড় ছেলে সুমনসহ স্থানীয় একাধিক মুক্তিযোদ্ধা ও এলাকার কয়েকশ’ মুসল্লি উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম মাওলা মহান মুক্তিযুদ্ধ চলাকালীন খুলনার পদ্মা জাহাজের ২নং নৌ-কমান্ডের দায়িত্বরত ছিলেন। পরে সরকার তাকে বীরউত্তম উপাধিতে ভূষিত করেন।

জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট

 

|| আপডেট: ০৪:৪৪ পিএম,  ২৭ নভেম্বর ২০১৫,  শুক্রবার

এমআরআর